প্রবীণ অভিনেতা বুধবার সন্ধেবেলা বেরিয়েছিলেন হাঁটতে। তখনই বিপত্তি বাঁধে। পালি হিল এলাকায় সান্ধ্যকালীন ভ্রমণে গিয়েছিলেন নাসিরুদ্দিন। কিন্তু তখনই মাঝরাস্তায় এক পুলিশকে টহল দিতে দেখা যায়। তখনই সেই পুলিশ সাবধান করে দেন অভিনেতাকে। যদিও পুলিশের দেওয়া নির্দেশ মেনে তৎক্ষনাৎ নাসিরউদ্দিন শাহ চলে যান সেখান থেকে। জাতীয় এক সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য।
সেই সূত্রেই জানা যায় যে, পুলিশ কোভিড ১৯-এর বিধিনিষেধের কারণে সবাইকে রাস্তায় হাঁটাচলা করতে নিষেধাজ্ঞা জারি করে। নাসিরউদ্দিন শাহও পুলিশের নির্দেশ মেনে কোনও দ্বিধা ছাড়াই সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে গিয়েছিলেন।
প্রবীণ অভিনেতা সপ্তাহে ২-৩ বার হাঁটতে বেরোন। গতবছরও লকডাউনের সময়ে স্ত্রী রত্না শাহ পাঠককে নিয়ে তাঁকে সান্ধ্যকালীন ভ্রমণ করতে দেখা গিয়েছিল। বান্দ্রায় থাকায় নাসিরউদ্দিন এবং রত্নাকে প্রায়ই জনপ্রিয় কার্টার রোডের দিকটায় হাঁটতে দেখা যায়। বুধবারও হাঁটতেই বেরিয়েছিলেন নাসিরুদ্দিন শাহ। কিন্তু হঠাৎ-ই রাস্তায় পুলিশের খপ্পড়ে পড়েন তিনি। প্রসঙ্গত, আগামী ১৫ জুন অবধি লকডাউন মুম্বইতে। অত্যাবশকীয় পণ্যের জন্য সকাল ৭টা থেকে ২টো পর্যন্ত বাজার খোলা রাখার নিয়ম জারি হয়েছে। আর সেই সময়সীমার উর্দ্ধে গিয়ে বাড়ি থেকে বাইরে বেরনোয় পুলিশের কড়া নির্দেশের মুখে পড়তে হয় তাঁকে।