Iman Chakraborty: PMS এ ভুগছেন ইমন, 'আমি হয়রান হয়ে যাচ্ছি..', সমস্যার কথা প্রকাশ্যে আনলেন গায়িকা..

Iman Chakraborty Health Issue: এবার, ইমন নিজের মুখেই তার অসুস্থতার কথা প্রকাশ্যে এনেছেন। আরো পাঁচজন মেয়ের সঙ্গে যেরকম হতে পারে সে কথা জানিয়েছেন তিনি।

Iman Chakraborty Health Issue: এবার, ইমন নিজের মুখেই তার অসুস্থতার কথা প্রকাশ্যে এনেছেন। আরো পাঁচজন মেয়ের সঙ্গে যেরকম হতে পারে সে কথা জানিয়েছেন তিনি।

author-image
Anurupa Chakraborty
New Update
National award winning singer iman chakraborty reacts on PMS she suffers

কী নিয়ে এত হয়রানি তাঁর? Photograph: (Instagram)

Iman Chakraborty-PMS: রোগ আর অসুস্থতা কি জেনে বুঝে হয়? গুরুতর রোগে আক্রান্ত হয়ে পারেন যে কেউ। কিন্তু প্রকাশ্যে সেই কথা বলার ক্ষমতা অনেকেরই থাকে না। মানুষ কোন সমস্যায় ভুগছেন এবং সেই কথা সোজা ভাষায় সকলের সামনে আনছেন, এমন দৃশ্য খুব কম দেখা যায়। এর আগে বলিউডে নানা অভিনেত্রীরা, নানা সময় ক্যানসার থেকে ভয়ঙ্কর রোগের কথা প্রকাশ্যে এনেছেন। আর এবার, বাংলার গায়িকা ইমন চক্রবর্তী।

Advertisment

ইমন মানুষটা এমনিতে খুব ঠোঁটকাটা। তার মুখে কোন কিছু আটকায় না। তুমি যে কোনও বিষয় খুব সহজভাবেই উত্তর দেন। বলা উচিত, ইমন চক্রবর্তী মানে যেমন সুন্দর গান, ঠিক তেমনই এক প্রাণখোলা আমেজ। ইমন সারেগামাপা এর মঞ্চে শুধু একজন গায়িকা হিসেবে নয়, বরং তিনি নেচে তাক লাগিয়ে দিয়েছিলেন। ইমন যে দারুণ নাচতে পারেন একথা অনেকেই জানতেন না। কিন্তু, সেই শো থেকেই এটা জানা যায়। আর এবার, ইমন নিজের মুখেই তার অসুস্থতার কথা প্রকাশ্যে এনেছেন। আরো পাঁচজন মেয়ের সঙ্গে যেরকম হতে পারে সে কথা জানিয়েছেন তিনি।

Rapper Passed Away: কনসার্ট শুরুর আগেই সব শেষ! ৩১-শে চলে গেলেন জনপ্র…

কী এমন হয়েছে তাঁর, যে সমাজ মাধ্যমে লিখতে বাধ্য হলেন?

Advertisment

বর্তমানে বাংলা ছবিতে ইমনের গান না থাকলে, সে সিনেমাকে অসম্পূর্ণ বলেই ধরা হয়ে থাকে। এছাড়াও কিছুদিন আগেই তিনি বাংলায় বাংলা গান যারা শুনতে চান না, তাঁদের উচিত শিক্ষা দিয়েছিলেন একটি শোয়ে গিয়ে। নানান সময় নিজের নতুন গানের আপডেট তিনি দিতে থেকেছেন। আর এবার, নিজের শারীরিক অসুস্থতার প্রসঙ্গেই জানালেন। কী হয়েছে গায়িকার?

PMS এ ভুগছেন গায়িকা। কী এই PMS? এটি কোনও রোগ না। বরং এটি শারীরিক একটি পরিবর্তন। প্রত্যেক নারীর জীবনেই এই সময় আসে। প্রি মেন্সট্রুয়াল সিন্ড্রোম। অর্থাৎ, প্রতিমাসে মাসিক হওয়ার আগে মেয়েদের নানা ধরনের মানসিক অবসাদ কিংবা মানসিক স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দেয়। যেটি একেবারেই বাস্তবিক। এবং সাধারণত হরমোনের কারণে এটি হয়। যেটি সব নারীদের কাছেই স্বাভাবিক। গায়িকা সমাজ মাধ্যমেই এই প্রসঙ্গে সতর্ক করেছেন সকলকে।

Entertainment News: স্ত্রীর অসহনীয় অত্যাচারে ক্লান্ত! প্রাক্তন শাশুড়িকে 'গোল্ড ডিগার' বলতেই নায়কের বিরুদ্ধে তেড়েফুঁড়ে উঠলেন প্রযোজক

PMS নিতান্ত ছোট সমস্যা নয়। যারা ভোগেন, তারাই জানেন। ইমন লিখছেন... "পিএমএস” একটি খুব গুরুতর সমস্যা মেয়েদের জন্য। নিজের প্রতি যত্ন নিন। মেডিটেশন করুন, ব্যায়াম করুন, ভালো খাবার খান। এবং যদি আপনি কিছু না করার মতো অনুভব করেন, তাহলে দয়া করে কিছু করবেন না। কিছু সময় বিশ্রাম নিন। আমি এত দিন ধরে এর কারণে হয়রানির শিকার হচ্ছি। এর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি এবং আমি জানি আমি প্রতিবার এটি সামাল দিতে সক্ষম হব। সব মহিলাদের জন্য শুভ কামনা...."

Iman Chakraborty entertainment Entertainment News Entertainment News Today