১৫ সেন্টিমিটারের কী ওটা? বিমানবন্দরে ব্যাগ চেক হতেই বিরাট বিপাকে অভিনেত্রী

সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। কিন্তু মেলবোর্ন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেই ঘটল বিপত্তি। কাস্টমস অফিসাররা তাঁর ব্যাগ থেকে ১৫ সেন্টিমিটার লম্বা...

সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। কিন্তু মেলবোর্ন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেই ঘটল বিপত্তি। কাস্টমস অফিসাররা তাঁর ব্যাগ থেকে ১৫ সেন্টিমিটার লম্বা...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
navya-nair-jasmine-issue

কী পাওয়া গেল তাঁর ব্যাগ থেকে?

ওনামের আনন্দে ভরে উঠেছিলেন অভিনেত্রী নভ্যা নায়ার। এ বছর মেলবোর্নে ভিক্টোরিয়ার মালয়ালি অ্যাসোসিয়েশন আয়োজিত উৎসবে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। কোচি থেকে যাত্রার আগে তাঁর বাবা স্নেহভরে কিনে দিয়েছিলেন দু’টি ছোট গজরা। একটি সঙ্গে সঙ্গেই চুলে পরতে বললেন, আরেকটি রেখে দিতে বললেন পরের ফ্লাইটের জন্য। বাবার কথা মেনে নভ্যা একটি গজরা হ্যান্ডব্যাগে রেখেছিলেন।

Advertisment

সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। কিন্তু মেলবোর্ন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেই ঘটল বিপত্তি। কাস্টমস অফিসাররা তাঁর ব্যাগ থেকে ১৫ সেন্টিমিটার লম্বা জুঁই ফুলের মালা বের করলেন। সঙ্গে সঙ্গেই জানালেন- অস্ট্রেলিয়ায় ফুল, বীজ বা গাছপালা আনা কড়াভাবে নিষিদ্ধ। নিয়ম ভাঙার জন্য তাঁকে দিতে হবে ১,৯৮০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা, ভারতীয় টাকায় প্রায় ১.১৪ লক্ষ!

অপ্রস্তুত নভ্যা হালকা হাসি দিয়ে বলেছিলেন, “আমি সত্যিই জানতাম না এটা বেআইনি। এটা অজান্তে করা একটা ভুল। কিন্তু ভুল তো ভুলই।” অফিসাররা স্পষ্ট জানিয়ে দেন, ২৮ দিনের মধ্যে এই জরিমানা পরিশোধ করতে হবে।

Advertisment

Asha Bhonsle Birthday: আশার 'আশায়' জল ঢালতে চেয়েছিলেন সুপারস্টার? বারোটা বাজার আগেই যেভাবে সামলালেন কিংবদন্তি

পরবর্তীতে এক অনুষ্ঠানে তিনি পুরো ঘটনাটি নিজেই রসিকতা করে শোনান। বললেন, "মাত্র ১৫ সেন্টিমিটার গজরা আমাকে এত বড় শিক্ষা দিয়ে গেল। অস্ট্রেলিয়ায় ফুলও যে অপরাধ হতে পারে, কে জানত!” ইনস্টাগ্রামে নিজের গজরা পরা ছবিও পোস্ট করেন মজার ক্যাপশন দিয়ে- “জরিমানা দেওয়ার আগে শেষ একবার শো-অফ।”

নভ্যা নায়ারের এই অভিজ্ঞতা অনেকের কাছে চমকপ্রদ হলেও তিনি এটিকে এক ধরনের শিক্ষাই মনে করেন। তাঁর ভাষায়, “অজ্ঞতা কোনো অজুহাত নয়। ইচ্ছে করে না করলেও ভুল তো ভুলই।” মালায়ালাম সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী ২০০১ সালে ‘ইশতাম’ দিয়ে অভিনয়জীবন শুরু করেছিলেন। এরপর নন্দনম, মাঝাথুল্লিকিলুক্কাম, দৃশ্য, দৃশ্য ২ সহ অসংখ্য ছবিতে অভিনয় করেছেন। দুইবার কেরালা স্টেট ফিল্ম অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মানও পেয়েছেন।

ওনামের উৎসবে যোগ দিতে অস্ট্রেলিয়ার সফর ছিল আনন্দময়, কিন্তু ছোট্ট এক গজরা সেটিকে পরিণত করল এক ব্যয়বহুল অভিজ্ঞতায়। তবুও নভ্যা নায়ার জানান এই ঘটনাকে মনে রাখবেন জীবনের এক মিষ্টি শিক্ষা হিসেবে।

Entertainment News Entertainment News Today