জনপ্রিয় গোল্ডেন ড্রাগন অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি।কার্ডিভ আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে এই সম্মান দেওয়া হল তাঁকে।নিজের প্রতিভার মাধ্যমে সিনেমাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওযার জন্যই এই সম্মান।রবিবার, দ্য গ্যাংস অফ ওয়াসিপুর অভিনেতাকে পুরস্কৃত করলেন ব্রিটেনের কনসেল জেনারেল অফ ওয়ালস, মিক অ্যান্টনিয়ো।
হলিউডের দিকপাল জুডি ডেঞ্চ-কেও পুরস্কৃত করা হল লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে।টুইটারে নওয়াজউদ্দিন নিজেই শেয়ার করলেন এই কথা। ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতেও ভুললেন না তিনি।
আরও পড়ুন, মধ্যরাতেই বিগ বসের ঘরের বাইরে সিদ্ধার্থ দে
নেটফ্লিক্সের 'সেক্রেড গেমস', রীতেশ বত্রার 'ফোটোগ্রাফ' এবং বিবিসি ইউকে-র 'এমসিমাফিয়া'-র সৌজন্যে আন্তর্জাতিক স্তরে একটা দাগ কাটতে পেরেছে নওয়াজউদ্দিন সিদ্দিকি। সম্প্রতি, বলিউডে ১৫ নভেম্বর মুুক্তি পাবে তাঁর অভিনীত 'মতিচুর চাকনাচুর'। ছবিটিকে ওয়েডিং কমেডি বলেই অভিহিত করা যায়।