Advertisment
Presenting Partner
Desktop GIF

মাদককাণ্ডে এবার বলিউড প্রযোজক ইমতিয়াজের বাড়িতে রাতভর তল্লাশি NCB'র

আরিয়ান-কাণ্ডে এবার বিপাকে শাহরুখ-ঘনিষ্ঠ প্রযোজক।

author-image
IE Bangla Web Desk
New Update
Imtiyaz Khatri, Aryan Khan, Mumbai NCB drug case, NCB, ইমতিয়াজ খাতরি, আরিয়ান খান, bengali news today

মাদককাণ্ডে এবার বলিউড প্রযোজক ইমতিয়াজের বাড়িতে রাতভর তল্লাশি NCB'র

শাহরুখ-পুত্র আরিয়ান খানের (Aryan Khan) রেভ পার্টি মাদক মামলায় এবার জড়ালো বলিউডের আরও এক নাম। তিনি ইমতিয়াজ খাতরি (Imtiyaz Khatri)। শাহরুখ খানের (Shah Rukh Khan) পরিবারের সঙ্গে ওই প্রযোজকের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। শুক্রবার ইমতিয়াজের বাড়িতে রাতভর তল্লাশি অভিযান চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)।

Advertisment

কিন্তু ইমতিয়াজ খাতরির নাম জড়ালো কীভাবে? জানা গিয়েছে ধৃত অচিত কুমারকে জেরার মুখেই উঠেই আসে ওই বলিউড প্রযোজকের নাম। এরপরই শুক্রবার সারা রাত ধরে ইমতিয়াজের বান্দ্রার ফ্ল্যাটে চিরুণী তল্লাশি চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর গোয়েন্দারা। আজ অর্থাৎ ৯ অক্টোবর শনিবার সকাল পর্যন্ত সেই তল্লাশি বহাল ছিল বলে জানা গিয়েছে। তবে রাতভর তল্লাশি চালিয়েও বলিউড প্রযোজক ইমতিয়াজের বাড়ি থেকে কোনওরকম মাদকদ্রব্য পাওয়া যায়নি বলেই খবর।

<আরও পড়ুন: ছদ্মবেশে আরিয়ানকে গ্রেফতার! দুঁদে NCB অফিসার সমীর ওয়াংখেড়ের স্ত্রীও বলিউড অভিনেত্রী>

প্রসঙ্গত, গতবছরও সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্য উদঘাটনে মাদক মামলার তদন্ত করতে গিয়ে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর সামনে এসেছিল ইমতিয়াজ খাতরির নাম। সেই সময় যদিও তাঁর বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ করেনি সংশ্লিষ্ট কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ। তবে এবার বলিউড প্রযোজককে NCB তলব করতে পারে বলে খবর।

প্রসঙ্গত, মাদককাণ্ডে গত ১ সপ্তাহ ধরেই হেফাজতে আরিয়ান খান। প্রথমটায় এনসিবি হেফাজতে থাকলেও বর্তমানে তাঁর ঠাঁই হয়েছে আর্থার রোডের জেল। একাধিকবার তাঁর জামিনের আবেদন নাকচ করেছে আদালত। মাদককাণ্ডে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্যই শাহরুখ-পুত্রকে জেল হেফাজত দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, আরিয়ানের জেরার পরই অচিত কুমারকে গ্রেফতার করে পুলিশ। আর অচিতের সঙ্গে কথোপকথন প্রসঙ্গেই ইমতিয়াজ খাতরির নাম উঠে আসে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mumbai NCB drug case Imtiyaz Khatri NCB Aryan khan
Advertisment