মাদক তদন্তে নেমে এবার দীপিকা পাডুকোনের ম্যানেজার কারিশমা প্রকাশকে তলব করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা। সেই সঙ্গে ডাকা হয়েছে কেডব্লিউএএন এজেন্সির ধ্রুব চিৎগোপেকরকেও। কারিশমা নিজেও কেডব্লিউএএন-এর ট্যালেন্ট হান্ট ম্যানেজার।
সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পর তদন্তে সিবিআই নামার পরেই বলিউডের মাদক যোগ নিয়ে সক্রিয় হয়েছে এনসিবি-ও। বলিউডের তারকাদের কারা ড্রাগ সাপ্লাই করছে, তা নিয়েই তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন এই এজেন্সি।
আরো পড়ুন: সুশান্ত সিং রাজপুতের মোমের মূর্তি তৈরি করলেন ‘বাংলার সুশান্ত’
সোমবার এনসিবি জানিয়েছে, অভিনেত্রী সারা আলি খান, রাকুলপ্রীত সিং এবং ডিজাইনার সিমোন খামবাট্টা-কেও ডাকা হয়েছে তদন্তের প্রয়োজনে বয়ান রেকর্ড করা হবে বলে।
বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে সুশান্ত মৃত্যুর পরেই গ্রেফতার করা হয়েছে। এনসিবি জানিয়েছে, চলতি মাসের ৬ থেকে ৯ তারিখের মধ্যে রিয়া জেরার মুখে তিন অভিনেত্রীর কথা ফাঁস করেছেন। যদিও কোন বিষয়ের প্রেক্ষিতে রিয়া তিনজনের নাম জানিয়েছেন তা এখনও স্পষ্ট নয়।
এনসিবি ডেপুটি ডিরেক্টর কেপিএস মালহোত্রা বলেছিলেন, "রাকুলপ্রীত সিং, সারা আলি খান এবং সিমোন খামবাট্টাকে এই সপ্তাহেই ডাকা হবে।"
বলিউডের মাদক যোগ নিয়ে ইতিমধ্যেই ১৯জনকে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর জন্য নয় আলাদা ভাবে রিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় অভিনেতার প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদি এবং ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহার সঙ্গে চ্যাটে মাদক নিয়ে আলোচনা চালানোর জন্য। দুই জনকেও তদন্তের জন্য সমন পাঠানো হয়েছে।
এনসিবি জানিয়েছে, রিয়া ও বলিউডের অন্যান্যদের সঙ্গে চ্যাটের প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদ করা হবে রিয়াকে। "জিজ্ঞাসাবাদে জয়া কী জানান, তার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে, এরপর কাকে ডাকা হবে।" জানান এক আধিকারিক।
Read the full article in ENGLISH
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন