Advertisment
Presenting Partner
Desktop GIF

Neel-Trina: কুল সাজতে গিয়ে 'ছাপরি ফুল!' খোঁচা চুল-গোলাপী লিপস্টিকে নীলকে দেখে তুলনা উঠল বস্তির ছেলের সঙ্গে?

Neel and trina: নীলের পাশাপাশি তৃণা নিজেও হলেন ট্রোল। কানের দুল নাকি মাথা চুলকানোর যন্ত্র...?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
neel bhattacharyaa, neel trina, tollywood

Neel-Trina: নীলের ফ্যাশন সেন্স দেখে ট্রোল! ছবি-ইনস্টা

নীল এবং তৃণা, দুই তারকা দম্পতি নিজেদের কাজের জন্য বেশিরভাগ সময় চর্চায় থাকেন। কিছুদিন আগেই তাদের গান বোকা সোডা প্রকাশ্যে আশায় পর শুরু হয়েছিল জল্পনা। ভাষা নিয়ে উঠেছিল প্রশ্ন।

Advertisment

আর এবার নীলের ফ্যাশন সেন্স নিয়ে সাংঘাতিক চর্চা। বলাই বাহুল্য, হাসি ধরছে না বেশিরভাগের। কিন্তু কেন? বেঙ্গল মোস্ট স্টাইলিশ আওয়ার্ড এর মঞ্চে নীলের সাজ পোশাক দেখে হাসির রোল উঠল সোশ্যাল মিডিয়ায়। স্টাইলিশ সাজতে গিয়ে, কুল লাগতে গিয়ে 'ছাপরি' সাজবেন কেন? বক্তব্য উঠেছে এমনই।

কী পড়েছিলেন নীল?

সাদা কালো একটি পোশাকে নীল ধরা দিলেন সেদিন। সঙ্গে স্টাইলিং করা চুল, ঠোঁটে হালকা পিংক লিপস্টিক। আর তাঁর সাজ দেখে ভাল কথা তো দূরে থাক স্টাইলের সবকিছুই ছাড়িয়ে গিয়েছেন তিনি এমনই উল্লেখ করেছেন নেটপাড়া। নীলের সাজ দেখে যে যে মন্তব্য করেছেন তারা তাতে অভিনেতা যে এখনও নিজের মেজাজ ধরে রেখেছেন তার তারিফ করতে হয়।

আরও পড়ুন - Miss Jojo: একরত্তি ছেলেকে দেখে অশ্লীল-কুরুচিকর মন্তব্য, জ্বিভ টেনে ছিঁড়ে দেওয়ার হুমকি দিলেন জোজো…

তাদের কথায়, এ তো স্টাইল করতে গিয়ে বস্তির ছেলে পচা হয়ে গিয়েছে। কেউ বললেন এটা স্টাইল নাকি ছাপরি গিরি? আবার কারওর কথায়, কার্টুন নেটওয়ার্ক প্রো লাগছে। আবার কেউ বললেন, রণবীর সিং হতে গিয়ে বস্তির ছেলে হয়ে গেলেন কেন? আবার কেউ কেউ তুলনা টানলেন ভাইরাল ডলি চা ওয়ালার সঙ্গে।

চোখে পড়ল আরও বেশ কিছু মন্তব্য। আবার, বাদ পড়লেন না স্ত্রী তৃণা নিজেও। তাঁর সাজ যদিও বা একটু অন্যরকম। কিন্তু নজরে এবং ভাইরাল তাঁর কানের দুল। বেশিরভাগের দাবি, মাথা চুলকানোর যন্ত্র পরে চলে এসেছেন তিনি? আবার কেউ বললেন গাড়ির কভার পরে এসেছেন। উল্লেখ্য, সেদিন সেই অনুষ্ঠানে অনেকেই অন্যরকম পোশাক পড়ে এসেছিলেন। তবে, সবথেকে বেশি ভাইরাল নীল এবং তৃণা।

Neel Bhattacharya tollywood Entertainment News
Advertisment