Pallavi Sharma: 'বিচ্ছেদে কী যন্ত্রণা...!', ফেসবুকে এসব কেন লিখলেন 'নিমফুলের' মধুপর্ণা? খোঁজ নিয়ে যা জানা গেল

Neem Phooler Madhu Actress: নিম ফুলের মধু খ্যাত পর্ণা ওরফে পল্লবীর ফেসবুকে এ কী পোস্ট! আচমকা কী হল অভিনেত্রীর? খোঁজ নিতে গিয়ে কী জানা গেল?

author-image
Kasturi Kundu
New Update
সমাজমাধ্যমে মন খারাপ করা পোস্ট নিম ফুলের মধু পর্ণার!

সমাজমাধ্যমে মন খারাপ করা পোস্ট নিম ফুলের মধু পর্ণার!

Neem Phooler Madhu Pallavi Post: বাংলা সিরিয়ালের অত্যন্ত পরিচিত মুখ পল্লবী শর্মা। এখন অবশ্য সকলের কাছে পর্ণা নামেই বেশি জনপ্রিয়। নিম ফুলের মধু ধারাবাহিকে পর্ণার চরিত্রে মেগার দর্শকের মনে নিজের পাকাপোক্ত জায়গা তৈরি করেছেন টেলি অভিনেত্রী। ইনস্টাগ্রামে প্রায়ই পোস্ট শেয়ার করেন পল্লবী। কিন্তু, ফেসবুক তিনি মোটেই ব্যবহার করেন না। বরং তাঁর কোনও অ্যাকাউন্টই নেই। এদিকে পল্লবী নামের অ্যাকাউন্টে ঘুরছে এমন একটি পোস্ট যা দেখে খানিক চিন্তিত তাঁর অনুগামীরা। পল্লবীর নাকি মন ভাল নেই। মা-বাবার কথা খুব মনে পড়ছে। এই ধরনের পোস্ট দেখে পল্লবীর ভক্তরা ভাবছেন তিনি নিশ্চয়ই ভাল নেই। 

Advertisment

অভিনেত্রীর ফেসবুক অ্যাকাউন্ট পোস্টে লেখা, 'যার চলে যায়, সেই বোঝে হায়! বিচ্ছেদে কী যন্ত্রণা...' নীচে লেখা, 'বাবা তোমাকে মিস করছি, মা তোমাকেও।' সমাজমাধ্যমের পাতায় মন খারাপি এই পোস্ট দেখে হতাশ পল্লবী শর্মার ফ্যানেরা। যাঁরা নিয়মিত নিম ফুলের মধুর দর্শক তাঁদেরও আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। ফেসবুকে এই পোস্ট সত্যিই পর্ণা ওরফে পল্লবী শর্মার? খোঁজ নিতে ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে টেলি অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়। এই পোস্টের কথা শুনে তো তিনি একেবারে হতবাক।

Advertisment

পর্ণা সাফ বলেন, 'আমার কোনও দিন ফেসবুকে অ্যাকাউন্ট ছিল না। আর এখনও নেই। ইনস্টাতেই আমার একটি অ্যাকাউন্ট আছে। তাই এসব পোস্ট সম্পূর্ণ ভিত্তিহীন। এগুলো আমার করা নয়। কোনও ফেক অ্যাকাউন্ট থেকে হয়ত করা হয়।' এই খবরে পল্লবীর ভক্তরা নিশ্চয়ই স্বস্তি পাবে। পর্ণার ওই পোস্টের কমেন্ট বক্সে অনুরাগীরা তাঁকে সান্ত্বনা দিয়ছেন। পাশে থাকার আশ্বাস দিয়ে সাহস জুগিয়েছেন। 

প্রসঙ্গত, ছোটবেলাতেই মা-বাবাকে হারিয়েছেন পল্লবী। প্রতিদিন প্রতিটি মুহূর্ত তাঁর কাছে যন্ত্রণার। আচমকা একদিন সমাজমাধ্যমের পাতায় এই ধরনের পোস্ট করার মতো মেয়ে তিনি নন। ব্যক্তিগত দুঃখ-কষ্ট নিজের মধ্যেই রাখতে চান বলে জানান পল্লবী। সিরিয়ালের শ্যুটিংয়ের ব্যস্ততার মাঝে ভুয়ো প্রোফাইল মেরামতের জন্য বারবার স্থানীয় থানায় হাজিরা দেওয়াও সম্ভব নয় তাঁর পক্ষে। সাইবার অপরাধ দমন শাখা থেকে দেওয়া এই পরামর্শ তাই মানতে পারেন না অভিনেত্রী পল্লবী শর্মা। 

Bengali Serial Bengali Actress Bengali serial TRP Bengali Model Actress pallavi Sharma