টোকিও অলিম্পিকসে ইতিহাস গড়লেন নীরজ চোপড়া। ২০০৮ সালে অভিনব বিন্দ্রার পর প্রায় ১ যুগ বাদে আবারও ভারতের ঝুলিতে সোনা এল। নীরজের এই সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ। কারণ, ট্র্যাক এন্ড ফিল্ড থেকে প্ৰথমবার সোনা জিতল ভারত, উপরন্তু প্রথমবার অলিম্পিকসে খেলেই সোনার মেডেল জিতলেন নীরজ। আর তাই শনিবার টোকিও অলিম্পিকসের ময়দানে দেশের এই গগনচুম্বী সাফল্যে আসমুদ্র হিমাচল যেন সেলিব্রেশনে মজেছে। অভিনবর পর 'গোল্ডেন বয়' খেতাব এবার নীরজ চোপড়ার। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর, প্রতিটা রাজ্যের মুখ্যমন্ত্রী-সহ আমজনতারাও। সোশ্যাল মিডিয়া এখন নীরজ-ফিভারে আক্রান্ত। স্বাভাবিকভাবেই বাদ গেলেন না বিনোদুনিয়ার তারকারাও।
ভারতকে এই ঐতিহাসিক জয়ের স্বাদ দেওয়ার জন্য নীরজ চোপড়াকে শুভেচ্ছা জানিয়েছেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, নেহা ধুপিয়া থেকে শুরু করে রীতেশ দেশমুখ-সহ অনেকেই।
হরিয়ানার কৃষক পরিবারের এই ২৩ বছর বয়সী ছেলের সাফল্যে আবেগঘন অক্ষয় কুমার। লিখলেন, "নীরজ চোপড়া তুমি আজ অনেকের চোখে জল এনে দিয়েছো খুশিতে। অসংখ্য শুভেচ্ছা।"
অভিষেক বচ্চনের মন্তব্য, "টোকিও অলিম্পিকসে ইতিহাসের রচনা হল। নীরজ চোপড়া তোমাকে কুর্নিশ।"
অজয় দেবগনের মন্তব্য, নীরজ চোপড়া তুমি আজ শুধু তোমার মা-বাবাই নন, বরং গোটা দেশকে গর্বিত করেছো।
নীরজের ঐতিহাসিক জয়ের মুহূর্ত শেয়ার করে নেহা ধুপিয়া লিখলেন, "আমাদের অলিম্পিক গোল্ড চ্যাম্পিয়ন নীরজ চোপড়া। জয় হিন্দ।"
টোকিও অলিম্পিকে নীরজের সাফল্যে আনন্দে লাফাচ্ছেন তাপসী পান্নু। টুইটে নিজেই লিখলেন সেকথা।
<আরও পড়ুন: শ্যুটিংয়ে মাঝেই বিপত্তি! হাসপাতালে ছুটতে হল নুসরতকে>
শুভেচ্ছা জানিয়েছেন টলিউড অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তীও।
রীতেশ দেশমুখের টুইট, সমগ্র বিশ্বে ভারতীয়দের জন্য গর্বের মুহূর্ত। শুভেচ্ছা চ্যাম্পিয়ন।
'গোল্ডেন বয়'কে শুভেচ্ছা জানাতে ভুললেন না রিচা চাড্ডা, কপিল শর্মা, শেহনাজ গিলরাও।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন