''আমাদের গল্প ফুরলো'', ঋষি প্রয়াণে নীতু

ঋষি কাপুরের সঙ্গে হাসিমুখের ছবি পোস্ট করে বিদায় জানালেন নীতু কাপুর। ৩০ এপ্রিল মুম্বইয়ে প্রয়াত হলেন অভিনেতা।

ঋষি কাপুরের সঙ্গে হাসিমুখের ছবি পোস্ট করে বিদায় জানালেন নীতু কাপুর। ৩০ এপ্রিল মুম্বইয়ে প্রয়াত হলেন অভিনেতা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সোশাল মিডিয়ায় ঋষি কাপুরকে বিদায় জানালেন স্ত্রী নীতু কাপুর। ঋষি কাপুরের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখলেন, ''আমাদের গল্প ফুরলো''।

Advertisment

ছবিতে একটি উইস্কির গ্লাস হাতে হাসিমুখে ঋষি কাপুর। গত ৩০ এপ্রিল মুম্বইয়ে প্রয়াত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা।

বৃহস্পতিবার কাপুর পরিবারের তরফে একটি বিবৃতিতে বলা হয়, ”আমাদের প্রিয় ঋষি কাপুর নেই। দুবছর লিউকেমিয়ার সঙ্গে লড়াই করে আজ সকাল ৮.৪৫ মিনিটে হাসপাতালেই প্রয়াত হল। হাসপাতালের ডাক্তার এবং নার্সরা জানিয়েছেন, শেষ পর্যন্ত তাদের চিত্ত বিনোদন করেন গিয়েছেন ঋষি। দুটো দেশে দীর্ঘ দুবছর ধরে চিকিতসা চলার পরও জীবেনর আশা ছাড়েনি সে। পরিবার, বন্ধু, খাবার এবং সিনেমা চিরকাল তাঁর জীবনের লক্ষ্য ছিল এবং বিগত সময়ে যাঁরা তাঁর সঙ্গে দেখা করেছেন, প্রত্যেকে অবাক হয়েছেন এমন অসুস্থতা নিয়ে কীভাবে তিনি এত হাসিখুশি ছিলেন। ঋষির প্রয়ানে বিশ্ব বুঝতে পারবে তাঁকে চোখের জলে নয়, ঠোঁটের কোনের হাসিতে স্মরণ করতে হবে। পৃথিবীর এইরকম পরিস্থিতে মানুষের জমায়েত নিয়ে অনেক বিধি নিষেধ রয়েছে। তাই তাঁর সমস্ত ফ্যান ও বন্ধুদের অনুরোধ করছি দয়া করে তার শেষযাত্রায় জারি করা নিয়ম মানা হোক। এভাবেই শ্রদ্ধাজ্ঞাপন করা ছাড়া আর উপায় নেই।”

Advertisment
View this post on Instagram

End of our story ❤️❤️

A post shared by neetu Kapoor. Fightingfyt (@neetu54) on

আরও পড়ুন, লকডাউনে তৈরি পায়েলের শর্ট ফিল্ম ‘একটি তারা’, গা ছমছমে দুঃস্বপ্নের গল্প

পূর্বেই, অমিতাভ বচ্চনও সোশাল মিডিয়ায় তাঁর প্রয়াত বন্ধুর স্মৃতিচারণ করেছেন। তাদের শেষ ছবি ১০২ নট আউট থেকে একটি গান পোস্ট করেছেন বিগ বি।

নীতু এবং ঋষি কাপুরের মেয়ে ঋদ্ধিমা কাপুরও ইনস্টাগ্রাম স্টোরিজে বাবার ছবি পোস্ট করেছেন। প্রসঙ্গত, ঋষি কাপুরকে শেষবার দেখতে দিল্লি থেকে মুম্বই এসেছিলেন ঋদ্ধিমা।

publive-image ঋদ্ধিমা কাপুরের ইনস্টাগ্রাম স্টোরিজ।

আরও পড়ুন, ঋষি কাপুরের সঙ্গে কাজ করার স্বাদ অপূর্ণই রইল শিবপ্রসাদের

ছবিতে তিনি লিখেছেন, ''সারাজীবনের লেজেন্ড...ভালবাসি।''

Read the full story in English 

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

rishi kapoor neetu kapoor