দেওয়ালজুড়ে ইরফান, ছবি শেয়ার নেহা ধুপিয়ার

বান্দ্রার এক গলির মধ্যে দেওয়াল চিত্রে ফুটিয়ে তোলা হয়েছে শ্রীদেবী, মধুবালাকেও। সঙ্গে রয়েছে 'আনারকলি' ছবির পোস্টার।

author-image
IE Bangla Web Desk
New Update
irrfan khan graffiti

নেহা ধুপিয়ার টুইট থেকে ইরফানের ছবি

দেশজুড়ে বেড়েই চলেছে কোভিড ১৯ এর সংক্রমণ। মহারাষ্ট্রে সংক্রমণের হার বেশি হওয়ায় মুম্বই পুলিশ নিয়ম করেছে, বাড়ি থেকে বেরোলেও বাড়ির ২ কিলোমিটারের মধ্যেই থাকতে হবে। নিয়ম মাফিক বাড়ির কাছেই হাঁটতে বেরিয়ে অভিনেত্রী নেহা ধুপিয়া পেয়ে গেলেন অমূল্য রতন। মুম্বাইয়ের গলিতে দেওয়ালজুড়ে কারা যেন এঁকে রেখেছে গত ২৯ এপ্রিলে প্রয়াত অভিনেতা ইরফান খানের ছবি।

Advertisment

আরও পড়ুন: ‘আবার দেখা না হওয়া পর্যন্ত এভাবেই কথা চলতে থাক’, ইরফানকে চিঠি সুতপার

তবে শুধু ইরফান খান নয়। বান্দ্রার এই গলির মধ্যে দেওয়াল চিত্রে ফুটিয়ে তোলা হয়েছে শ্রীদেবী, মধুবালার মতো অভিনেত্রীদেরও। সঙ্গে রয়েছে 'আনারকলি' ছবির পোস্টার। সদ্য প্রয়াত অভিনেতার এমন পাহাড়প্রমাণ ছবি দেখে আবেগী হয়ে পড়েন নেহা। ইনস্টাগ্রামে আপলোড করেন প্রত্যেকটি গ্রাফিতিই।

Advertisment

29, 2020

লকডাউনের মাঝেই বিরল ধরনের এক ক্যান্সারের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর প্রয়াত হন ইরফান খান। বলিউড কার্যত এখনও কাটিয়ে উঠতে পারেনি ইরফানের শোক। এরই মাঝে 'পিকু' অভিনেতার প্রতি এমন দেওয়ালজোড়া শ্রদ্ধার্ঘ্য মন ভালো করে দিয়েছে ইরফান ভক্তদের।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন