Bigg Boss 19: 'শরীরের অবস্থা ভাল নয় ওর', বিগ বস থেকে বেরিয়েই কাকে 'দ্বিমুখী' বললেন নেহাল

Bigg Boss 19: তিনি আরও বলেন, "আমি এখনো ভীষণ কষ্টে আছি। নিজেকে সামলে নিচ্ছি, কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত। গত দু’দিনে আমি একাধিকবার কেঁদেছি।"

Bigg Boss 19: তিনি আরও বলেন, "আমি এখনো ভীষণ কষ্টে আছি। নিজেকে সামলে নিচ্ছি, কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত। গত দু’দিনে আমি একাধিকবার কেঁদেছি।"

author-image
IE Bangla Entertainment Desk
New Update
amaal

যা বললেন নেহা...

Bigg Boss 19-Amaal Malik:  মডেল ও প্রাক্তন বিগ বস ১৯ প্রতিযোগী, নেহাল চুদাসামা সম্প্রতি সলমন খান সঞ্চালিত এই জনপ্রিয় রিয়েলিটি শো থেকে বিদায় নিয়েছেন। কয়েক সপ্তাহ আগেই তাকে 'সিক্রেট রুম'- এ পাঠানো হয়েছিল। কিন্তু নতুন উদ্যমে ফিরে আসার পরও তিনি বেশিদিন টিকতে পারেননি। রবিবারের এপিসোডে আবারও তিনি বাইরে বেরিয়ে আসেন। শো থেকে বেরিয়ে নেহাল জানিয়েছেন, তাকে লক্ষ্যবস্তু করে নেওয়া হয়েছিল। এবং অভিযোগ তুলেছেন যে সলমন খান ও নির্মাতারা অমল মল্লিক ও তানিয়া মিত্তলের প্রতি পক্ষপাত দেখিয়েছেন। 

Advertisment

বিগ বসের ঘর থেকে বেরিয়ে আসার পর, নিজের অভিজ্ঞতা শেয়ার করে নেহাল বলেন, "ওই মুহূর্তটা আমার জন্য খুব কঠিন ছিল। ফোন বা পরিবারের সঙ্গে যোগাযোগ ছাড়াই বাড়ি ছেড়ে বেরিয়েছিলাম। প্রথমে আমি হতভম্ব হয়ে যাই, কেঁদে ফেলেছিলাম। বাড়ি ফিরে পরিবারের সঙ্গে কথা বলেই কিছুটা শান্ত হই। কিন্তু সোশ্যাল মিডিয়ায় নিজের সম্পর্কে ভুল ধারণা দেখে আরও ভেঙে পড়ি। বাইরে আমাকে এমনভাবে দেখানো হচ্ছে, যা আমার আসল সত্তা নয়।"

Chhath Puja 2025: দূরে থেকেও মন থেকে বিহারে, ছট উৎসবে মাতলেন অভিনেত্রীরা

Advertisment

তিনি আরও বলেন, "আমি এখনো ভীষণ কষ্টে আছি। নিজেকে সামলে নিচ্ছি, কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত। গত দু’দিনে আমি একাধিকবার কেঁদেছি।"  নেহাল দাবি করেন, শো-এ তাকে ইচ্ছে করেই “কারচুপিকারী” হিসেবে দেখানো হয়েছে। তাঁর কথায়, “আমি কখনও কাউকে প্রভাবিত করিনি। আমি শুধু ফারহানাকে পরামর্শ দিতাম, কারণ আমি নিজেকে তার বড় বোনের মতো মনে করতাম। কিন্তু আমার সম্পর্কে যেসব গল্প বানানো হয়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা।”

অমল মালিক সম্পর্কে ক্ষোভ প্রকাশ করে নেহাল বলেন, "আমি ওর মতো দ্বিমুখী মানুষ কখনও দেখিনি। একসময় ওকে ভাইয়ের মতো মনে করতাম। অথচ সুযোগ থাকা সত্ত্বেও আমি কখনও ওকে মুখোমুখি চ্যালেঞ্জ করিনি- এটাই আমার আফসোস। অমল সততা ও মর্যাদার সঙ্গে খেলছে না বিগ বসে, আর নির্মাতারা ওর প্রতি পক্ষপাত দেখাচ্ছেন।" 

Today's Top 5 Entertainment News: দেবশ্রী রায়কে হেনস্থা, চন্দন সেন কী বললেন SIR- নিয়ে, একঝলকে দেখে নিন টপ ৫ খবর

অমলের স্বাস্থ্য নিয়ে আলোচনার প্রসঙ্গে তিনি জানান, "ওর পায়ের সমস্যা অনেকদিন ধরেই আছে। আমি ওকে বলেছিলাম নেগেটিভ এনার্জি দূরে করো। ও ঘুমের অসুখের জন্য আলাদা ঘুমায়, কিন্তু তাতে কোনও বিতর্কের কারণ নেই।"  বসির আলীর সঙ্গে সম্পর্ক নিয়ে উঠা বিতর্ক প্রসঙ্গে নেহাল বলেন, "আমার ও বসিরের মধ্যে কোনও ‘গেম প্ল্যান’ ছিল না। ওর মা যা বলেছেন, তাতে আমার কিছু যায় আসে না। আমি স্পষ্টভাবে বলেছিলাম- বসির কিছুটা গণনাপ্রিয়, আর আমি সবসময় সৎভাবে খেলেছি।”

Amaal Malik Entertainment News Today Bigg Boss