Today's Top 5 Entertainment News: দেবশ্রী রায়কে হেনস্থা, চন্দন সেন কী বললেন SIR- নিয়ে, একঝলকে দেখে নিন টপ ৫ খবর

ভারতীয় রাজনীতি ও বিনোদন জগতের নানা আলোচিত খবর একসাথে — চন্দন সেনের চোখে SIR উদ্যোগে তৃণমূল-বিজেপি আঁতাতের অভিযোগ, জয় ভানুশালী ও মাহি ভিজের দাম্পত্য ভাঙন, দেবশ্রী রায়ের প্রাণীপ্রেম ও সামাজিক কাজ, বাংলা সিনেমায় বড়দিনের বড় রিলিজ- পড়ুন এক জায়গায়।

ভারতীয় রাজনীতি ও বিনোদন জগতের নানা আলোচিত খবর একসাথে — চন্দন সেনের চোখে SIR উদ্যোগে তৃণমূল-বিজেপি আঁতাতের অভিযোগ, জয় ভানুশালী ও মাহি ভিজের দাম্পত্য ভাঙন, দেবশ্রী রায়ের প্রাণীপ্রেম ও সামাজিক কাজ, বাংলা সিনেমায় বড়দিনের বড় রিলিজ- পড়ুন এক জায়গায়।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
chandan

দেখে নিন এক ঝলকে...

শঙ্কর চক্রবর্তীর থিয়েটার বনাম টেলিভিশন দ্বন্দ্ব, SIR বিতর্ক, জয়-মাহির বিচ্ছেদ, দেবশ্রীর প্রতিবাদ, বড়দিনে বাংলা ছবির লড়াই, শঙ্করের আক্ষেপ – এক নজরে বড় খবর। 

Advertisment

SIR-Chandan Sen: বাম-কংগ্রেস জোটকে আটকাতে তৃণমূল-বিজেপি আঁতাত? 

সারা দেশজুড়ে ভুয়ো ভোটারদের শনাক্ত করা এবং সহজ ভাষায় বাংলাদেশ থেকে যে মুসলিম ভোটাররা এসেছেন, সঙ্গে মৃত ভোটারদের নির্দিষ্ট করে তাঁদের বাতিল করে দেওয়াটাই এর আসল উদ্দেশ্য। এবং এই ঘটনার চক্করে সত্যিই কি ভুয়ো ভোটারদের শুধু বাদ দেওয়া হয়েছে? নাকি... শাসকদলের তরফে যা অভিযোগ, তাঁদের অথেনটিক ভোটারদের নাকি বাদ দিয়ে দেওয়ার সম্ভাবনা চলছে। কিন্তু আসলেই কি তাই? এই প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে যেই চন্দন সেনকে জিজ্ঞেস করা হল, তিনি কী বললেন? তিনি তথাকথিত বাম ঘরানার মানুষ। লাল ঘেঁষা। তিনি যা যা বললেন, তাতে একটা কথা পরিষ্কার, এই SIR কেবল বাম ভোটারদের উৎখাত করতেই করা হয়েছে।

রইল লিংক- SIR-Chandan Sen: বাম-কংগ্রেস জোটকে আটকাতে তৃণমূল-বিজেপি আঁতাত? SIR- প্রসঙ্গে বিস্ফোরক চন্দন সেন 

Advertisment


Jay Bhanushali and Mahhi Vij: অবিশ্বাস-ই সম্পর্ক ভাঙার কারণ? বিচ্ছেদের পথে জয় ও মাহি!

অভিনেতা জয় ভানুশালী এবং মাহি ভিজের দাম্পত্য জীবনে নেমে এসেছে তিক্ততার ছায়া—এমনই খবর পাওয়া যাচ্ছে। ২০১০ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়া এই জনপ্রিয় তারকা দম্পতির রয়েছে তিন সন্তান। সম্প্রতি দু’জনেই নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে একে অপরের ছবি মুছে ফেলেছেন, যার ফলে তাদের সম্পর্ক ভাঙনের গুঞ্জন আরও জোরদার হয়েছে। জানা গেছে, চলতি বছরের জুলাই-আগস্ট নাগাদ তাদের বিবাহবিচ্ছেদের কাগজপত্রে সই হয়ে বিষয়টি আনুষ্ঠানিকভাবে “চূড়ান্ত” হয়েছে।

রইল লিংক- Jay Bhanushali and Mahhi Vij: অবিশ্বাস-ই সম্পর্ক ভাঙার কারণ? বিচ্ছেদের পথে জয় ও মাহি! 

Debashree Roy: আমরা যে দেবদেবীর পুজো করি প্রত্যেকেরই বাহন কোনও না কোনও পশু

Debashree Roy: দেবশ্রী রায়, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এক উজ্জ্বল নক্ষত্র। জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীর ঝুলিতে রয়েছে একাধিক হিট বাংলা ছবির সমাহার। হালফিলের ওয়েব সিরিজেও কাজ করেছেন দেবশ্রী রায়। বড় পর্দায় দেখা না গেলেও ওটিটি প্ল্যাটফর্মের সৌজন্যে এখন তিনি দর্শকমহলে 'কেমেস্ট্রি মাসি' হিসেবেও নতুন পরিচিতি তৈরি করেছেন। দেবশ্রী রায় শুধুমাত্র একজন অভিনেত্রীই নন, তিনি স্বেচ্ছাসেবী সংস্থা ‘দেবশ্রী রায় ফাউন্ডেশন’-এর কর্ণধার। অবলা প্রাণীদের নিয়ে কাজ করেন অভিনেত্রী। তাঁরই সংস্থার একজন সদস্য অদৃজার পোষ্যকে কাঠগোড়ায় তুলেছে আবাসনের বাসিন্দারা। তাকে ঘোরাতে নিয়ে গেলে রীতিমতো হেনস্থা করা হয়। অভিযোগ সে নাকি বাগানে মূত্রত্যাগ করলে বাকি পোষ্যদের সমস্যা হচ্ছে। অদৃজার উপর যেমন আবাসনের বাসিন্দারা চড়াও হন তেমনই তাঁর অসুস্থ স্বামীকে ঘুষি মারতেও উদ্যোগী হয় অনেকেই। এই খবর দেবশ্রীকে ফোন করে জানাতেই তিনি ছুটে আসেন। এরপর সেখানে যে পরিস্থিতি তৈরি হয় তা দেখে স্মম্ভিত অভিনেত্রী।

 রইল লিংক - Debashree Roy: আমরা যে দেবদেবীর পুজো করি প্রত্যেকেরই বাহন কোনও না কোনও পশু, মানুষের মতো ওদেরকেও ঈশ্বরই পাঠিয়েছে: দেবশ্রী 

Bengali Cinema: বড়দিনে 'প্রজাপতি ২ সহ বড় ২ রিলিজ, জানুন কারা থাকছেন প্রতিযোগিতায়..

Bengali Cinema-IMPAA: বাংলা ছবির পাশে দাঁড়ানো কিংবা বাংলা ছবি যাতে ভাল ব্যবসা পায়, সেই খাতিরে নানা কিছু করা হয়ে থাকে। এমনকি, হিন্দি ছবির চাকচিক্যের মাঝে যাতে বাংলা ছবি চাপা না পড়ে যায়, সেই কারণেই জানানো হয়েছিল, প্রতিটা বাংলা ছবিকে দিতেই হবে প্রাইম টাইম। যাতে সিনেমা ব্যবসায় বাংলা ছবি বিপদে না পড়ে, সেই কারণেই এমনটা জানানো হয়। 

রইল লিংক -  Bengali Cinema: বড়দিনে 'প্রজাপতি ২ সহ বড় ২ রিলিজ, জানুন কারা থাকছেন প্রতিযোগিতায়.. 

Shankar Chakraborty: আমি শুনেছি চরিত্র অভিনেতারা সিনেমা, সিরিজ বা থিয়েটার করলে ১০ হাজারের বেশি দেওয়া হবে না: শঙ্কর চক্রবর্তী

শঙ্কর চক্রবর্তী: শো নেমে গেলে সমস্যা হয় না। কিন্তু, নতুন নাটকের যখন প্রস্তুতি শুরু হয় তখন একটু অসুবিধা হয়। একটানা মহড়া চলতে থাকে। শেষ নাটক দেবাশিষ রায়ের সঙ্গে করেছি। ২৫ অক্টোবর একটা শো নেমে গিয়েছে। আগামী নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারিতে অনেকগুলো নাটক রয়েছে, কয়েকটা আবার বাইরে শুট হবে। তাই ধারাবাহিকের কাজে সমস্যা তৈরি হয়। একটা সিরিয়াল যখন শুরু হয় তখন কাজের চাপ থাকে। আমার যে ধারাবাহিকে কাজের কথা চূড়ান্ত হয়েছিল সেটার সঙ্গে শোয়ের ডেট নিয়ে সমস্যা হচ্ছিল। আমার তো লুক সেটও হয়ে গিয়েছিল। ওঁরা বলল এতগুলো রিহার্সলের সঙ্গে সিরিয়ালের ডেট অ্যাডজাস্ট করা সম্ভব নয়। আমি থিয়েটার অন্তপ্রাণ, তাই ছেড়ে দিতে পারি না। টেলিভিশন আর থিয়েটারের মাঝে বাধ সাধল তারিখ।  

রইল লিংক-  Shankar Chakraborty: আমি শুনেছি চরিত্র অভিনেতারা সিনেমা, সিরিজ বা থিয়েটার করলে ১০ হাজারের বেশি দেওয়া হবে না: শঙ্কর চক্রবর্তী 

Entertainment News Today Entertainment News