Netflix India 2019: ২০১৮ সালে যদি সবচেয়ে বেশি সংখ্যক ওয়েব দর্শক 'সেক্রেড গেমস' দেখে থাকেন তবে ২০১৯ সালেও সেই ট্রেন্ডের নড়চড় হয়নি। নেটফ্লিক্সে ২০১৯ সালে সবচেয়ে বেশি ভারতীয় দর্শক দেখেছেন 'সেক্রেড গেমস টু'। সম্প্রতি সংবাদসংস্থা আইএএনএস প্রকাশ করেছে এই তথ্য। তার পাশাপাশি পাওয়া গিয়েছে সবচেয়ে বেশি সংখ্যায় ভারতীয় দর্শক নেটফ্লিক্সে আর কী কী দেখেছেন তার তালিকা।
আইএএনএস-এর দেওয়া তথ্য অনুযায়ী, এদেশের দর্শক নেটফ্লিক্সে বেশি দেখেছেন ছবি, তুলনায় সিরিজ কম দেখেছেন। প্রায় ৭০ শতাংশ ভারতীয় দর্শক সপ্তাহে অন্তত একটি ছবি দেখেছেন নেটফ্লিক্সে। যে সিরিজগুলি ২০১৯ সালে স্ট্রিমিং হয়েছে সেগুলির মধ্যে 'সেক্রেড গেমস টু' ছাড়া 'মোস্ট ওয়াচড' তালিকায় রয়েছে 'বার্ড অফ ব্লাড' ও 'ডেললি ক্রাইম'।
আরও পড়ুন: নতুন বছরে নজরে যে ৭টি বাংলা ওয়েব সিরিজ
এই সিরিজগুলি বাদ দিলে, সেরা দশের বাকি সবই ছবি। সংবাদসংস্থা প্রকাশিত নেটফ্লিক্সের ২০১৯ সালের মোস্ট ওয়াচড সেরা দশ তালিকায় যেগুলি ক্রমানুসারে রয়েছে সেগুলি হল--
সেক্রেড গেমস টু (নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ)
কবীর সিং (বলিউড ছবি)
আর্টিকল ১৫ (বলিউড ছবি)
বার্ড অফ ব্লাড (নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ)
ড্রাইভ (নেটফ্লিক্স ছবি)
বদলা (বলিউড ছবি)
হাউস অ্যারেস্ট (নেটফ্লিক্স ছবি)
সিক্স আন্ডারগ্রাউন্ড (নেটফ্লিক্স ছবি)
ডেললি ক্রাইম (নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ)
চপস্টিকস (নেটফ্লিক্স ছবি)
নেটফ্লিক্স-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে এই পরিসংখ্যানটি নির্মিত হয়েছে সাবস্ক্রিপশন অ্যাকাউন্টগুলির গতিবিধি পর্যালোচনা করে। কোনও নির্দিষ্ট অ্যাকাউন্ট থেকে স্ট্রিমিংয়ের ২৮ দিনের মধ্যে কোনও সিরিজ বা ছবি কতক্ষণ দেখা হয়েছে, সেই অনুযায়ী তালিকা তৈরি করা হয়। উপরের তালিকা থেকে একটি ব্যাপার খুবই স্পষ্ট যে নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ ও ছবি, দুই-ই দেখেছেন দর্শক বিপুলভাবে।
আর 'কবীর সিং', 'আর্টিকল ১৫' অথবা 'বদলা'-র মতো সুপারহিট বলিউড ছবি যে দর্শক দেখবেন তা জানা কথা। নেটফ্লিক্স ইন্ডিয়ার আনুষ্ঠানিক বার্তায় বলা হয়েছে যে ২০১৯ সালের পরিসংখ্যানে তাঁরা বেশ সন্তুষ্ট। নিউজ এইট্টিন-এর একটি প্রতিবেদন অনুযায়ী, আগামী বছর ৩০০০ কোটি টাকা বিনিয়োগ করবে নেটফ্লিক্স ভারতীয় কনটেন্টের জন্য।