scorecardresearch

প্রসেনজিৎ-আবিরের সঙ্গে চুটিয়ে অভিনয়! টলিউডের এই নায়িকাকে চিনতে পারছেন?

কে এই নায়িকা? বলুন তো!

Jaya Ahsan, জয়া আহসান, অভিনেত্রী জয়া আহসান, Jaya Ahsan News, bengali news today
অভিনেত্রীর ছবি নিয়ে তোলপাড় নেটদুনিয়া

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায় থেকে ঋত্বিক-অনির্বাণ চক্রবর্তী, টলিপাড়ার ডাকসাইটে নায়কদের বিপরীতে অভিনয় করেছেন। শুধু তাই নয়, তাঁর অভিনয় দক্ষতা নিয়ে নাকি একসময়ে রীতিমতো টলিপাড়ার অন্যান্য নায়িকারা নিরাপত্তাহীনতায় ভুগতেন, অন্দরমহলে কান পাতলে এমনটাই শোনা যেত। এপার বাংলার পাশাপাশি ওপার বাংলাতেও তাঁর অনুরাগীরা সংখ্যা নেহাত কম নয়। এতটা ইঙ্গিত দেওয়ার পর, ছবির এই নায়িকাকে এবার চিনতে পারলেন?

মুখে চড়া মেকআপ। টানা বড় চোখে নকল পাতা। চোখে রঙিন লেন্স। লিপস্টিক মাখা ঠোঁটও খানিকটা ফোলা। ধনুকের মতো বাঁকা ভ্রু-যুগল। ঝলমলে পোশাক! একঝলকে দেখে চেনা দায় এই অভিনেত্রীকে। এভাবে নেটদুনিয়ার চোখ ঝলসিয়ে গ্ল্যাম অবতারে ধরা দিলেন জয়া আহসান।

জয়ার প্রোফাইলে এমন ছবি দেখো তো হতবাক অনুরাগীরা। তাঁরা প্রশ্ন ছুঁড়েছেন- “এ কোন অবতারে? আপনি কি সার্জারি করালেন নাকি?” কারও মন্তব্য, আপনাকে তো চেনাই যাচ্ছে না। কেউ কেউ বা আবার জয়ার এমন গ্ল্যাম অবতার দেখে ভ্রু উঁচিয়েছেন। তবে বেঁফাস এক নেটিজেনের মন্তব্য, “আপনাকে তো পুরো রাখী সাওয়ান্তের মতো দেখতে লাগছে।” অনেকে কুরুচিকর মন্তব্যেও ভরিয়ে দিয়েছেন।

[আরও পড়ুন: ‘পঞ্জাবির হাতে পঞ্জাবি খুন! লজ্জায় মাথা কাটা যাচ্ছে’, মুসেওয়ালা খুনে বিস্ফোরক মিকা সিং]

বাংলাদেশের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন জয়া। সেই অনুষ্ঠানের জন্যই এমন চড়া মেকআপে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন নায়িকা। অনুরাগীদের আবদার, “আমাদের পুরনো ছিমছাম জয়াকেই ভাল লাগত।”

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Netizen trolled jaya ahsan for her new glam look