scorecardresearch

বড় খবর

‘সিদ্ধার্থ-কিয়ারা অন্তত রণবীর-আলিয়া, ভিকি-ক্যাটরিনার মতো কিপ্টে নন..’, তুলোধনা নেটপাড়ার

সিড-কিয়ারাকে ‘দিলদরিয়া’ তকমা নেটিজেনদের। কিন্তু কেন?

sidharth malhotra, kiara advani, sidharth and kiara reception, sid-kiara mumbai reception, sidharth and kiara malhotra reception, Vicky Kaushal Katrina Kaif, Vicky Katrina, Ranbir Kapoor Alia bhatt, Ranbir Alia, Bollywood celeb wddding, bollywood news, সিদ্ধার্থ কিয়ারা, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আডবানি, আলিয়া ভাট রণবীর কাপুর, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, বলিউডের খবর
সিড-কিয়ারা কিপ্টে নন, 'দিলদরিয়া'! রালিয়া, ভিক্যাট জুটিদের তুলোধনা নেটপাড়ার

বিয়ে করেছেন তবে লোক খাওয়াননি..। ব্যস! নিন্দুক-সমালোচকদের কটাক্ষবাণের নিশানা উনিশ-বিশ হবে না। আর সেলেব হলে তো কথাই নেই। চুপিসারে কোটি কোটি টাকা খরচ করে বিয়ে-হানিমুন সেরে খবরের শিরোনামে। তবে বন্ধু-সহকর্মীদের পাত পেড়ে খাওয়ানোর বিষয়ে বেমালুম বেপাত্তা! ভিকি-ক্যাটরিনা, রণবীর-আলিয়ার ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। ছেড়ে কথা বলেননি নেটপাড়ার নীতিপুলিশেরাও। এবার সিদ্ধার্থ-কিয়ারা বিয়ে করে মুম্বইয়ে উড়ে এসে জমজমাট রিসেপশনের আয়োজন করতেই রালিয়া, ভিক্যাটরা ট্রোলের মুখে।

রণবীর-দীপিকার পর বলিউডের কোনও তারকাকেই সেভাবে ঘটা করে দফায় দফায় রিসেপশন করতে দেখা যায়নি। নামজাদা প্রথম সারির তারকারাও তাই। বন্ধু-বান্ধব, ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনদের নিয়ে চার হাত এক হতেই মধুচন্দ্রিমার মেতেছেন। তবে সিদ্ধার্থ-কিয়ারা তাঁদের পথ অনুসরণ করেননি। গত ৭ ফেব্রুয়ারি রাজস্থানে কোটি কোটি টাকা খরচ করে রাজকীয় বিয়ে সেরে ভায়া দিল্লি হয়ে মুম্বইতে পা রেখেছেন। সিদ্ধার্থের বাড়িতে যেমন একদফা বৌভাত হয়েছে। বিটাউনের বন্ধুদেরও বাদ দেননি নবদম্পতি।

রবিবার বলিউডের বন্ধুদের জন্য মুম্বইয়ের সেন্ট রেগিসে রিসেপশন পার্টির আয়োজন করেছিলেন সিদ্ধার্থ-কিয়ারা। প্রায় গোটা বলিউড উপস্থিত সেখানে। অজয় দেবগন কাজল, রণবীর সিং, শাহিদ-মীরা থেকে শুরু করে অনুপম খের, করিনা কাপুর, নেহা ধুপিয়া-অঙ্গদ বেদি, রীতেশ-জেনেলিয়া, ভূমি পেড়নেকর, বরুণ ধাওয়ান, আদিত্য রায় কাপুর, শিল্পা শেট্টি, বিদ্যা বালন, কৃতী শ্যাননদের মতো বহু তারকাই উপস্থিত ছিলেন। দেখা গেল ভিকি কৌশল, আলিয়া ভাটকেও। আর সেই রিসেপশনে গিয়েই কটাক্ষের শিকার হলেন বলিউডের নতুন দুই তারকাদম্পতি।

[আরও পড়ুন: টিকল না ঐন্দ্রিলার সঙ্গে ১২ বছরের প্রেম! শ্রাবন্তীকে-ই বিয়ে করতে চান অঙ্কুশ]

কারণ, গতবছর এপ্রিল মাসে রণবীর কাপুরের সঙ্গে একেবারে ঘরোয়া, ছিমছামভাবেই সাত পাকে বাঁধা পড়েন আলিয়া ভাট। শুধু দুই পরিবারই উপস্থিত ছিল সেখানে। বিয়ের পর রিসেপশনও হয় এক্কেবারে হাতে গোনা ঘনিষ্ঠ কজন বন্ধু নিয়ে। বাড়ির বারান্দাতেই বিয়ে করেন রণবীর-আলিয়া। এদিকে ২০২০ সালের ডিসেম্বর মাসে রাজস্থানে ধুমধাম করে বিয়ে করলেও বলিউডের বন্ধুদের জন্য রিসেপশনের আয়োজন করেননি ভিকি-ক্যাটরিনা। অতঃপর সিদ্ধার্থ-কিয়ারার এমন আয়োজন দেখে নেটপাড়া রালিয়া কিংবা ভিক্যাটদের কাউকেই কটাক্ষ করতে ছাড়েননি।

কেউ বলছেন, “যাক সিদ্ধার্থ-কিয়ারা অন্তত কিপ্টে নন। বিয়ে করে লোক খাইয়েছেন।” আবার কেউ বলছেন, রণবীর-আলিয়া, ভিকি-ক্যাটরিনারা তো এটাও করেননি। কারও মন্তব্য, “বলিউডে কত যুগ পর কেউ ধুমধাম করে বিয়ের সেলিব্রেশন করছে.. সিদ্ধার্থ-কিয়ারা সত্যিই প্রশংসার দাবিদার।” সিদ্ধার্থ-কিয়ারার রিসেপশন দেখে রালিয়া, ভিক্যাট-জুটিদের একেবারে তুলোধনা করে ছেড়েছে নেটপাড়া।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Netizens slams vicky katrina rambir alia after watching sidharth malhotra kiara advani reception