scorecardresearch

‘বয়স তো কম হল না! দিল্লিতে খেলা শেষ?’, ভোট চুকিয়ে শ্যুটে ফিরতেই পায়েলকে কটাক্ষ

শ্যুটিংয়ের ভিডিও পোস্ট করতেই অভিনেত্রীকে কটাক্ষ নেটজনতাদের।

Paayel Sarkar, tollywood, bengali news today, পায়েল সরকার
কটাক্ষের শিকার পায়েল সরকার

“বয়স তো কম হল না! এবার বিয়েটা করুন। আর কত দিন এভাবে থাকবেন?” “দিল্লিতে কি খেলাটা শেষ?”… এহেন অজস্র কটুক্তিতে ছেয়ে গিয়েছে পায়েল সরকারের (Paayel Sarkar) সোশ্যাল মিডিয়া। গেরুয়া শিবিরের সদস্য অভিনেত্রীর প্রোফাইলে যেন আক্রমণবাণ নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন নেটজনতার একাংশ। ব্যাপারটা ঠিক কী?

একুশের বিধানসভা ভোটে বিজেপির (BJP) তারকা ব্রিগেডের অন্যতম পায়েল সরকার। মোদী মন্ত্রে দীক্ষিত হয়ে বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়েছিলেন। প্রচারের ময়দানে ঝড় তুললেও শেষমেশ তৃণমূলপ্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের কাছে পরাজিত হন তিনি। পরাজিত পদ্ম-প্রার্থীকে যদিও নির্বাচনী ফলের পর আর ময়দানে সেভাবে ছুটতে দেখা যায়নি। তবে সম্প্রতি পুরনো পেশা এবং নেশার টানে শ্যুটিং ফ্লোরে ফিরেছেন পায়েল সরকার। আর সেসব ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই কটাক্ষের সম্মুখীন হতে হল অভিনেত্রীকে।

হলুদ রঙের এক ক্রপটপ পরে ফ্যাশন শ্যুট করিয়েছিলেন পায়েল। সেই শ্যুটেরই কিয়দংশ ভিডিওর আকারে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন নায়িকায যা দেখে একেবারে তেলে-বেগুনে জ্বলে উঠলেন নেটজনতার একাংশ। শুধু তাই নয়, তাঁর রাজনৈতিক রং নিয়ে বিঁধতেও পিছপা হলেন না তাঁরা।

[আরও পড়ুন: রাজ কুন্দ্রার পর্নফিল্মের ব্যবসায় জড়িত শিল্পা শেট্টি? সত্যিটা জানালো মুম্বই পুলিশ]

কমেন্ট সেকশনে গিয়ে কেউ বা ক্ষোভ উগরে দিয়েছেন। আবার কাউকে বা পায়েলকে বিয়ে করার উপদেশ দিতে দেখা গেল। কেউ কেউ তো অভিনেত্রীর বয়স নিয়ে মন্তব্য করতেও ছাড়লেন না। একজন আবার বলছেন, “আপনিও রাজনীতিতে, দেশ তো উচ্ছন্নে যাবেই।” কেউ আবার বিদ্রুপ করে “জয় শ্রী রাম” লিখেছেন।

প্রসঙ্গত, পায়েল সরকার এইমুহূর্তে জতুগৃহের শ্যুটিংয়ে ব্যস্ত। সপ্তাশ্ব বসুর ছবি। যেখানে গুরুত্বপূর্ণ দুই চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় এবং বনি সেনগুপ্তকে। তবে ভোট মিটলেও সেই পর্বের কটাক্ষ-সমালোচনা পিছু ছাড়েনি পায়েলের।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Netizens trolled paayel sarkar for her new shoot video