Advertisment
Presenting Partner
Desktop GIF

রাজ কুন্দ্রার পর্নফিল্মের ব্যবসায় জড়িত শিল্পা শেট্টি? সত্যিটা জানালো মুম্বই পুলিশ

প্রাথমিক তদন্তে শিল্পা শেট্টি সম্পর্কে কী তথ্য সামনে এল? জানুন।

author-image
IE Bangla Web Desk
New Update
shilpa shetty , Instastory , life , Motivation, Raj Kundra, শিল্পা শেট্টি, রাজ কুন্দ্রা

শিল্পা শেট্টি শেয়ার করলেন ভাল থাকার মন্ত্র

পর্নফিল্ম বানিয়ে অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সোমবার রাতে শিল্পা শেট্টির স্বামী (Shilpa Shetty) রাজ কুন্দ্রাকে (Raj kundra) গ্রেফতার করেছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে পর্নফিল্ম কাণ্ডে। গোটা ইন্ডাস্ট্রিজুড়ে শোরগোল। স্বাভাবিকভাবেই রাজের পর সন্দেহের তীর গিয়েছে স্ত্রী শিল্পার দিকেও। প্রাথমিক অনুমান, রাজেই এই পর্ন ব্যবসা সম্পর্কে অবগত ছিলেন অভিনেত্রীও! আদৌ সেই তথ্য কতটা সত্যি? সেই প্রসঙ্গেই এবার মুম্বই পুলিশের তরফে বয়ান দেওয়া হয়েছে।

Advertisment

পর্নফিল্ম কাণ্ডে রাজ কুন্দ্রার গ্রেফতার হওয়ার পর স্বাভাবিকভাবেই তাতে নাম জড়িয়েছে শিল্পা শেট্টির। অন্যদিকে অভিনেত্রীও এই কঠিন সময়ে মা এবং বোন শমিতা শেট্টির সঙ্গে তাঁদের জুহুর বাংলোতে গিয়ে উঠেছেন। সূত্রের খবর, শিল্পা কারও সঙ্গেই কথা বলছেন না। নিজেকে একেবারে গৃহবন্দি করে ফেলেছেন। শুধু তাই নয়, সুপার ডান্সার রিয়ালিটি শোয়ের শ্যুটিংয়েও যাচ্ছেন না তিনি। শিল্পার পরিবর্তে করিশ্মা কাপুরকে বিচারকের আসনে দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে। কারো সঙ্গে ফোনেও যোগাযোগ রাখছেন না। আর সেই থেকেই সন্দেহের উদ্রেক। শিল্পা কি তাহলে সত্যিই স্বামীর পর্ন ব্যবসার সঙ্গে যুক্ত?

<আরও পড়ুন: ‘আমার পরের ছবিতে বলিউডের নোংরামো দেখাব’, পর্নফিল্ম কাণ্ডে রাজ কুন্দ্রাকে কটাক্ষ কঙ্গনার>

মুম্বই পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মিলিন্দ ভারাম্বে এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, "আপাতত শিল্পা শেট্টির বিরুদ্ধে কোনওরকম জোরালো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। তদন্ত চলছে। তবে খুব শিগগিরিই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে অভিনেত্রীকে।" পাশাপাশি যারা যারা রাজের এই পর্ন-কাণ্ডের শিকার হয়েছেন, তাদের সবাইকে তদন্তের স্বার্থে মুম্বই পুলিশের সাইবার সেলের সঙ্গে যোগাযোগ করার আবেদন জানিয়েছেন তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Raj Kundra Arrest Raj Kundra Shilpa Shetty Mumbai Police bollywood
Advertisment