বিক্রম, পুনম, সিমি, জয়, বিনীতা, অমিত-এই ছয় জনের মধ্যেই আবৃত সম্পর্ক, তার জাঁতাকল। সম্পর্কের সুতো এদিক থেকে ওদিক হলেই তাতে ঘুন ধরবে। তৈরি হবে মান-অপমান, অভিমান, ভালবাসার বেড়াজাল। আর এই চিত্রনাট্যই পর্দায় নিয়ে আসছেন পরিচালক শুভ্র রায়। ডেবিউ এই পরিচালকের ছবির নাম 'ঘুন'।
বিক্রমের স্ত্রী মারা যাওয়ার পর অফিসের সহকর্মী পুনমের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ায় সে। এদিকে একমাত্র মেয়ে সিমির ছবিতে অভিনয় নিয়ে আপত্তি। মেয়েকে শায়েস্তা করতে অর্থনৈতিক সাহায্য বন্ধ করে দেয় বিক্রম। মেয়েও দমবার পাত্র নয়, জীবনধারণ করতে এসর্কট সার্ভিসের অংশ হয় সে।
বাঁদিক থেক সৌরভ দাস, শুভ্র রায় ও পৌলমী দাস।
আরও পড়ুন, ‘বিয়ে নেই তবু পবিত্র বন্ধন’! হৃতিককে নিয়ে আর কী বললেন সুজান?
সেখানেই সিমির দেখা হয় অমিতের সঙ্গে। এইভাবেই ঘটনাচক্রে চিত্রনাট্যে প্রবেশ জয় ও বিনীতার। প্রত্যেক কোথায় গিয়ে একটি সুতোয় বাঁধা পড়ে তাই দেখা যাবে ছবিতে। 'ঘুন'-এ অমিতের চরিত্রে অভিনয় করছেন সমদর্শী দত্ত। সিমির ভূমিকায় দেখা যাবে অনুশা বিশ্বনাথনকে।
ইতিমধ্যেই হয়ে গিয়েছে ছবির লুক সেট। এছাড়াও ছবিতে রয়েছে সৌরভ দাস, পৌমলি দাস ও কৌশিক ঘোষ। সবকিছু ঠিকঠাক থাকলে এই বছরেই মুক্তি পাবে 'ঘুন'।