New Bengali Serial: দাদা-বোনের গল্পে প্রেমের পরশ, শুরু হচ্ছে নতুন মেগা 'দাদামণি', কোথায় কখন দেখবেন?

Bengali Serial Dadamoni: প্রতীক-অনুষ্কার যুগলবন্দিতে আসছে নতুন ধারাবাহিক 'দাদামণি'। কবে থেকে শুরু সম্প্রচার? কোন সময় দেখবেন এই নতুন বাংলা মেগা?

Bengali Serial Dadamoni: প্রতীক-অনুষ্কার যুগলবন্দিতে আসছে নতুন ধারাবাহিক 'দাদামণি'। কবে থেকে শুরু সম্প্রচার? কোন সময় দেখবেন এই নতুন বাংলা মেগা?

author-image
Kasturi Kundu
New Update
WhatsApp Image 2025-07-04 at 11.21.26 AM (1)

আসছে 'দাদামণি'

Dadamoni Telecast Time: বাংলা মেগার দর্শকের কাছে সুখবর পৌঁছেছ অনেকদিন আগেই। এবার অপেক্ষার অবসান ঘটার কাউন্টডাউন শুরু। করাত পোহালেই ড্রইংরুমে পৌঁছে যাবেন প্রতীক সেন ও অনুষ্কা চক্রবর্তী। সৌজন্যে নতুন বাংলা মেগা 'দাদামণি'। আগামী ৭ জুলাই সোমবার থেকে শুরু হবে নতুন সিরিয়ালের সম্প্রচার। নীলাঞ্জনা শর্মার 'নিনি চিনিস মাম্মাস প্রোডাকশন'-এর ব্যানারে আসছে ভাই-বোনের সম্পর্কের আধারে তৈরি গল্প 'দাদামণি'।

Advertisment

প্রতীক-অনুষ্কার নতুন সফর মেগার দর্শকের মনে কতটা দাগ কাটবে সেটা তো সময় বলবে। তার আগে জেনে নেওয়া যাক ধারাবাহিকের সম্প্রচারের সময়। সংশ্লিষ্ট চ্যানেলের তরফে জানানো হয়েছে প্রতি সোম থেকে শনিবার এই ধারাবাহিক রাত সাড়ে ৮ টায় সম্প্রচারিত হবে। উল্লখ্য, 'কোন গোপনে মন ভেসেছে'র স্লটে আসছে নতুন ধারাবাহিক 'দাদামণি'। 

Advertisment

গল্পের প্রেক্ষাপট

এক দাদার যত্নসহকারে তাঁর চার বোনকে আগলে রাখার গল্প বলবে এই ধারাবাহিক। দাদা সোমের ভূমিকায় অভিনয় করেছেন প্রতীক সেন। মা সন্তানদের ছেড়ে চলে গেছে, আর বাবা মদ্যপ। তাই বোনেদের কাছে বাবা-মা উভয়ই সোম অর্থাৎ প্রতীক সেন। স্নেহের বোনেদের বড় করে ভাল ঘরে বিয়ে দেওয়াই তঁর লক্ষ্য। আর সেই লক্ষ্যপূরণে সোমের পাশে দাঁড়ায় বড় বোন রত্না। সে পেশায় একজন স্কুল শিক্ষিকা। নিজের একটা স্কুল গড়ে কোলার স্বপ্ন রয়েছে দুচোখে। যারা শিক্ষার আলো থেকে বঞ্চিত তাদেরকে শিক্ষিত করতে চায় রত্না। 

আরও পড়ুন 'আনন্দী'-তে 'সুপার টুইস্ট', দেড় বছর পর গ্র্যান্ড কামব্যাক 'ওগো নিরুপমা' খ্যাত অর্কজার

মেজ বোন রেশমি একজন খাদ্যপ্রেমী। সে আবার খাবার দেখলেই ঝাঁপিয়ে পড়ে। ইংরেজিটা অতটা ভাল নয়, কিন্তু ফড়ফড় করে ইংরাজি বলতে সে একেবারে মরিয়া। সোমের বোন রানি হল পরিবারের স্তম্ভ, যাকে বলে হোম মিনিস্টার। বেড রুম থেকে রান্নাঘর তার দখলে। পরিবারে সকলের ছোট বোন রিমলি। সে দাদামণির নয়ণের মণি। 

উল্লেখ্য, দাদামণি শুধু বোনেদের দাদামণিই নয়, আবালবৃদ্ধবনিতা সকলের কাছে এক নামে পরিচিত ৷ গ্রামে মানুষদের অনেক দায়িত্বও নিজের কাঁধে তুলে নেয়। দাদাবোনের গল্পে রয়েছে প্রেমের পরশ। সোমের ছোটবেলর বান্ধবী পার্বতী। সেই চরিত্রে অভিনয় করছেন অনুষ্কা চক্রবর্তী। দাদামণির সংসারে প্রেমের কাহিনি কতটা জমে ওঠে সেটা তো সময় বলবে।

আরও পড়ুন বেঞ্চের উপর টুল তার উপর নায়ক-নায়িকা! বাইকের দৃশ্যের শুটিং দেখলে তাজ্জব বনে যাবেন, দেখুন ভিডিও

 

Bengali Serial Bengali Television Bengali serial TRP