ছোটপর্দায় এবার 'নটী বিনোদিনী'র চিত্ররূপ

করুণাময়ী রানি রাসমণি', 'মহাপ্রভু শ্রীচৈতন্য', 'সাধক বামাক্ষ্যাপা'-দের পথ ধরে ইতিহাসাশ্রয়ী ব্যক্তিদের জীবনভিত্তিক সিরিয়ালের তালিকায় নাম লেখাতে চলেছে এই জনপ্রিয় মঞ্চাভিনেত্রীর জীবনকাহিনি।

করুণাময়ী রানি রাসমণি', 'মহাপ্রভু শ্রীচৈতন্য', 'সাধক বামাক্ষ্যাপা'-দের পথ ধরে ইতিহাসাশ্রয়ী ব্যক্তিদের জীবনভিত্তিক সিরিয়ালের তালিকায় নাম লেখাতে চলেছে এই জনপ্রিয় মঞ্চাভিনেত্রীর জীবনকাহিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
nati binodin

বিনোদিনীর ভূমিকায় স্বাগতা সেন।

ছোটপর্দায় এবার 'নটী বিনোদিনী'। সেই নটী বিনোদিনী, বাংলা নাট্যমঞ্চের ইতিহাসের ইতিবৃত্ত যাঁকে ছাড়া অসম্পূর্ণই থেকে যায়। গিরিশ ঘোষের উৎসাহে-প্রেরণায়-অভিভাবকত্বে যে নারীর অলৌকিক উড়ান ঘটেছিল বাংলার নাট্যজগতে 'নটী বিনোদিনী' হয়ে ওঠার যাত্রাপথে, সেই কিংবদন্তি চরিত্রই আত্মপ্রকাশ করতে চলেছে ছোটপর্দায়।’ করুণাময়ী রানি রাসমণি', 'মহাপ্রভু শ্রীচৈতন্য', 'সাধক বামাক্ষ্যাপা'-দের পথ ধরে ইতিহাসাশ্রয়ী ব্যক্তিদের জীবনভিত্তিক সিরিয়ালের তালিকায় নাম লেখাতে চলেছে এই জনপ্রিয় মঞ্চাভিনেত্রীর জীবনকাহিনি।

Advertisment

এই চরিত্র নিয়ে সাধারণ মানুষের অশেষ কৌতূহল। শ্রী গিরিশচন্দ্র ঘোষের হাত ধরে বিনোদিনী প্রথমে পা রেখেছিলেন থিয়েটারে। বাংলার মঞ্চে নটী বিনোদিনীর অবদান সর্বজনস্বীকৃত। সেই ঐতিহাসিক প্রেক্ষাপটেই নটী বিনোদিনীর জীবন চিত্রায়িত হতে চলেছে আকাশ আটের ধারাবাহিকে।

Nati Binodini

Advertisment

আনুষ্ঠানিকভাবে ঘোষণা হল 'নটী বিনোদিনী'।

আরও পড়ুন, কাকতালীয়ভাবে জওয়ান বাবলু সাঁতরার সঙ্গে মিলেছে সিরিয়ালের চরিত্র

‘চৈতন্যলীলা', 'দক্ষযজ্ঞ'-র মতো পঞ্চাশেরও বেশি নাটকে অভিনয় করেছিলেন বিনোদিনী। ধারাবাহিকে বিনোদিনীর ছোটবেলার ভূমিকায় অভিনয় করবেন ঐশানী দে। বারো বছর বয়সে অভিনয় শুরু করা বিনোদিনীর জীবন কাহিনি দেখানো হবে ১৮৭৯ সাল থেকে।

প্রাপ্তবয়স্কা বিনোদিনীর চরিত্রে দেখা যাবে স্বাগতা সেনকে। আগে মডেলিং করলেও এটাই পর্দায় অভিনয়ে তাঁর হাতেখড়ি। গিরিশ ঘোষের ভূমিকায় অভিনয় করবেন কুশল চক্রবর্তী। 'রাঙাবাবু' হবেন মনোজ ওঝা। ধারাবাহিকের পরিচালনায় জন হালদার। ১১ মার্চ থেকে আকাশ আটে সন্ধে ৬.৩০ মিনিট থেকে সম্প্রচারিত হবে 'নটী বিনোদিনী'।

tollywood Bengali Cinema