Advertisment
Presenting Partner
Desktop GIF

শ্যুটিং দেখে কেঁদে ফেলেছিলেন নিক

Nickyanka: নিক-প্রিয়াঙ্কার বিয়ের ঠিক চারদিন আগে শেষ হয়েছিল প্রিয়াঙ্কা চোপড়া, ফারহান আখতার অভিনীত ছবি 'দ্য স্কাই ইজ পিঙ্ক'-এর শ্যুটিং। আর সেখানেই ঘটেছিল এই ঘটনা।

author-image
IE Bangla Web Desk
New Update
Nick Jonas cried at Priyanka's shooting

বাঁদিকে নিক ও ডানদিকে 'দ্য স্কাই ইজ পিঙ্ক' ছবিতে প্রিয়াঙ্কা ও ফারহান।

Priyanka Chopra and Nick Jonas: বিয়ের ঠিক আগেই 'দ্য স্কাই ইজ পিঙ্ক'-এর শ্যুটিং শেষ করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সোনালি বসু পরিচালিত এবং প্রিয়াঙ্কা, ফারহান, জায়রা ওয়াসিম ও রোহিত শরাফ অভিনীত এই ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ১১ অক্টোবর। ছবির ক্লাইম্যাক্স দৃশ্যের যখন শ্যুটিং হয়, তখন সেখানে উপস্থিত ছিলেন নিক জোনাস। শ্যুটিং দেখে এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেতা যে তিনি নাকি কেঁদে ফেলেছিলেন, সম্প্রতি তা জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া স্বয়ং।

Advertisment

Aisha Chaudhury আইশা চৌধুরি। ছবি: ইউটিউব থেকে

পালমোনারি ফাইব্রোসিস ধরা পড়ে কিশোরী আইশা চৌধুরির। তিনি জানতে পারে যে পৃথিবীতে তাঁর আর বেশিদিন সময় নেই। বলা যায় মৃত্যুকে হাসিমুখে আলিঙ্গন করেছিলেন আইশা। যে কয়েকটা দিন তাঁর হাতে ছিল, সেই সময়টা আইশা চেষ্টা করেছেন মানুষের মনে আশা এবং ইতিবাচক চিন্তার জোগান দিতে। আইশা সর্বকনিষ্ঠ মোটিভেশনাল স্পিকারদের অন্যতম ছিলেন।

Priyanka Chopra and Nick Jonas নিক-প্রিয়াঙ্কার ছবি প্রিয়াঙ্কা চোপড়ার ফেসবুক প্রোফাইল থেকে সংগৃহীত

আরও পড়ুন: ‘দিদার জন্যই আজ আমি এখানে’, সুপ্রিয়া দেবীকেই পুরস্কার উৎসর্গ শনের

২০১৫ সালে মাত্র ১৮ বছর বয়সে মারা যান আইশা। মারা যাওয়ার ঠিক আগের দিনই প্রকাশিত হয় তাঁর বই 'মাই লিটল এপিফ্যানিজ'। আইশা, তাঁর বাবা-মা, দাদা, তাঁর পরিবারের গল্পই ধরা পড়বে সোনালি বসু-র ছবি 'দ্য স্কাই ইজ পিঙ্ক'-এ যেখানে আইশার চরিত্রে অভিনয় করেছেন জায়রা ওয়াসিম ও আইশার বাবা-মা, নীরেন ও অদিতি চৌধুরির ভূমিকায় রয়েছেন ফারহান আখতার ও প্রিয়াঙ্কা চোপড়া। ওই ছবির শ্যুটিংয়ে দেখতে গিয়েই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন নিক জোনাস, তা সম্প্রতি জানিয়েছেন প্রিয়াঙ্কা এবং ছবির পরিচালক সোনালি বসু।

Priyanka Farhan Zaira starrer The Sky Is Pink poster 'দ্য স্কাই ইজ পিঙ্ক' পোস্টার।

প্রিয়াঙ্কা বলেন, ''আমরা সেটেই বিয়ের আগের কিছু কিছু কাজ সেরে নিতে বাধ্য হয়েছিলাম। আমার সহ-প্রযোজক ও সোনালি সেই ব্যাপারে খুবই সাহায্য করেছিল।'' নিককে আমন্ত্রণ জানানো হয়েছিল শ্যুটিংয়ের শেষদিন কারণ নিক-প্রিয়াঙ্কার জন্য শ্যাম্পেন ও কেকের আয়োজন করা হয় ইউনিট থেকে। কিন্তু নিক একটু আগেই পৌঁছে যান সেটে। ''ওই সময় প্রিয়াঙ্কা অত্যন্ত সংবেদনশীল একটা সিন করছিল, কয়েক মুহূর্তে পরে মনে হল কেউ যেন কাঁদছে, পিছন ফিরে দেখি, নিক আমার পাশে দাঁড়িয়ে কাঁদছে'', জানান সোনালি বসু।

২০১৬-তে হলিউড পাড়ি দেওয়ার পরে এটাই হবে প্রিয়াঙ্কার প্রথম হিন্দি ছিব, যার সহ-প্রযোজকও তিনি নিজে।

bollywood movie priyanka chopra
Advertisment