রাধে মা-কে যেন রিয়ালিটি শোয়ে যোগদান না করতে দেওয়া হয়, এই মর্মে নিকি নামের এক মহিলা অভিযোগ দায়ের করলেন থানা এবং সংশ্লিষ্ট টিভি চ্যানেলে। শনিবারেই কালার্স টিভিতে দেখানো হয়েছে রিয়ালিটি শো-এ খোদ আসছেন স্বঘোষিত গডওম্যান। তার পরেই তাঁকে সরাতে সচেষ্ট হলেন মহিলা।
এর আগে নিকি অভিযোগ করেছিলেন তার প্রাক্তন স্বামী এবং পরিবারের আরো কয়েকজন সদস্যের সঙ্গে রাধে মা তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন পণের দাবিতে। নিকির ভাই রৌনক গুপ্ত মুম্বই পুলিশকে শুক্রবার অভিযোগ দায়ের করে অনুরোধ করেছেন যেন রাধে মা-কে সিআরপিসি ১৪৯ ধারায় নোটিশ ধরানো হয়। এই প্রকারের নোটিশের মাধ্যমে কোনো ব্যক্তিকে অপরাধ সংঘটিত হওয়ার আগেই বাধা দিতে পারেন পুলিশ আধিকারিকরা।
আরও পড়ুন: ‘বিজেপির মুখ কালো হয়ে গিয়েছে’, সুশান্ত মৃত্য়ুতে এমসের রিপোর্ট নিয়ে খোঁচা কংগ্রেসের
কেন এমন অভিযোগ জানালেন? নিকির ভাই রৌনক বলেছেন, প্রমোশনাল ভিডিওতে রাধে মা-কে দেখেই সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি। "সংবাদপত্রে জানতে পারি, সেই শো-এর বাড়ি শুদ্ধিকরন এবং প্রতিযোগীদের আশীর্বাদ করার জন্য নির্মাতাদের কাছ থেকে ২৫ লক্ষ টাকা নিচ্ছেন তিনি। এই শো-এ অন্ধবিশ্বাসের প্ৰসার ঘটিয়ে এবং মুখ দেখিয়ে অনেক ফলোয়ার অর্জন করবেন। তাঁদের থেকে আবার অর্থ উপার্জনের পথও প্রশস্থ করবেন। সেই কারণেই অভিযোগ জানাই।" বলছিলেন রৌনক।
কালার্স টিভির মূল সংস্থা ভায়াকম-এর পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি কেউই। অন্যদিকে, রাধে মা- বোরিভলিতে যে ব্যবসায়ীর বাড়িতে থাকেন, সেই সঞ্জীব গুপ্তা কেবল জানিয়েছেন, একবার শো দেখলেই পুরো বিষয় পরিষ্কার হয়ে যাবে।
আরে থানার সিনিয়র পুলিশ আধিকারিক নুতন পাওয়ার অবশ্য বলেছেন, এরকম কোনো অভিযোগ পত্র তাঁরা পাননি।
Read the full article in ENGLISH
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন