/indian-express-bangla/media/media_files/2024/11/25/rJkSdQrP9ozW5zytIl4b.jpg)
কেশ পত্নীর প্যান্টস্যুটের দাম শুনলে হতে পারেন 'ফ্ল্যাট'
Nita Ambani Dress : ২২ গজের ক্রিকেটে গ্ল্যামারের পালক জুড়েছে IPL বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। রবিবাসরীয় বিকেলে হয়ে গেল IPL ২০২৫-এর অকশন। সেখানে উপস্থিত ছিলেন বিজনেস টাইকুন মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি। কোনও বলিউডি স্টারের থেকে তাঁর জনপ্রিয়তা কোনও অংশে কম নয়, বরং খানিক বেশি বললেও খুব একটা ভুল হবে না। তাঁর সাজসজ্জা বরাবরই সকলের নজর কাড়ে। হাইপ্রোফাইল ব্যবসায়ী মুকেশের স্ত্রী নীতা কী পোশাক বা জুয়েলারি পরেন কিংবা কোন ব্র্যান্ডের জিনিস ব্যবহার করেন তা জানতে উৎসাহী সাধারণ মানুষ। IPL বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এর অকশনে নীতার নীল রঙের প্যান্টস্যুট এখন চর্চার কেন্দ্রে। আম্বানী ঘরণীর এই পোশাকের দাম শুনলে ভিড়মি খাবেন।
মুম্বই ইন্ডিয়ানস টিমের মালিক মুকেশ আম্বানি। তাই খুব স্বাভাবিকভাবেই অকশনে হাজির ছিলেন নীতা আম্বানিও। আরও একবার সকলের নজর কাড়ল তাঁর ফ্যাশন সেন্স। দলের জার্সিতেও বহুবার দেখা গিয়েছে নীতাকে। রবিবার নীতা আম্বানির পরনে ছিল নীল রঙের প্যান্টস্যুট।
এই পোশাকের দাম জানতে আগ্রহী আমজনতা। নীতার ড্রেস বলে কথা! জানার আগ্রহ তো থাকবেই। রিপোর্ট মোতাবেক, নীল রঙের এই প্যান্টস্যুটের দাম আনুমানিক ৭৮ হাজার। শুনে চমকে গেলেন তো, কিন্তু এটাই সত্যি। তবে আম্বানি পরিবারের ড্রেস থেকে ইভেন্ট সবই উঠে আসে সংবাদের শিরোনামে।
আরও পড়ুন: নিজেকে 'সিঙ্গল' ঘোষণা 'মার্ডার' গার্ল মল্লিকার! ব্রেক কে বাদ কোন ছবি দিয়ে বলিউডে কামব্যাক?
অনন্ত আম্বানির বিয়েতেও নীতা আম্বানির ড্রেসিং স্টাইল সকলের নজর কেড়েছিল। বয়স যেন তাঁর কাছে জাস্ট একটা সংখ্যা মাত্র। গ্ল্যামারের ছটা হার মানাবে রুপোলি দুনিয়ার গ্ল্যাম ডলদেরও। রবিবার IPL বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অকশনে নীল প্যান্টস্যুটের সঙ্গে পরেছিলেন মানানসই সানগ্লাস, হীরে খচিত কানের দুল আর ব্রোচ। ব্লেজারের সঙ্গে ম্যাচিং করে নিয়েছিলেন লাক্সরি হ্যান্ডব্যাগ। নীতা আম্বানির লুককে আরও একটু তোল্লাই দিয়েছে স্টিলেটো।