মালায়ালাম তারকা নিভিন পাউলি এবং চলচ্চিত্র নির্মাতা আব্রিদ শাইনের বিরুদ্ধে, আর্থিক প্রতারণার গুরুতর অভিযোগ এনে মামলা দায়ের করলেন 'মহাভেরিয়ার' সহ-প্রযোজক পিএস শামনাস। বুধবার রাতে ভারতীয় দণ্ডবিধির ৪০৬ (অপরাধমূলক বিশ্বাসভঙ্গ) ও ৪২০ (প্রতারণা) ধারায় FIR দায়ের করা হয়েছে।
শামনাস দাবি করেছেন, 'মহাভেরিয়া' ছবির ব্যর্থতার পরে নিভিন পাউলি তাঁকে তাঁর প্রাপ্য ৯৫ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেননি। আরও বলা হয়েছে, নিভিন তাঁকে প্রতিশ্রুতি দেন যে, অভিনেতার পরবর্তী ছবি ‘অ্যাকশন হিরো বিজু ২’-তে তিনি অংশীদার হবেন। সেই ছবির পরিচালনাও করবেন আব্রিদ শাইন। শামনাসের বক্তব্য অনুযায়ী, এই প্রতিশ্রুতির ভিত্তিতেই তিনি নিভিনের নতুন প্রকল্পে ১.৯ কোটি টাকা বিনিয়োগ করেন।
Rudranil Ghosh: ২১- জুলাই মানেই কি ডিমভাতের মঞ্চ? রুদ্রনীল বলছেন, 'পশ্চিমবাংলার গ্রামে এদিন চুরি...!'
শামনাস আরও অভিযোগ করেছেন, "এই নতুন ছবিটি প্রাথমিকভাবে আমার নিজস্ব প্রযোজনা সংস্থা, ইন্ডিয়ান মুভি মেকারস-এর অধীনে ছিল। কিন্তু পরে জানতে পারি, নিভিন দুবাইয়ের একটি সংস্থার সঙ্গে পাঁচ কোটি টাকার ডিস্ট্রিবিউশন ডিল সই করেছেন এবং তাদের কাছ থেকে ২ কোটি টাকা অগ্রিমও নিয়েছেন।" তাঁর আরও দাবি, নিভিন পাউলি সেই চুক্তির পেছনে একটি পূর্ববর্তী প্রযোজনার কাগজপত্র তুলে ধরেন। যেখানে ছবিটি শামনাসের নয়, বরং নিভিনের প্রোডাকশন ব্যানারে নিবন্ধিত ছিল।
নিভিন পাউলির প্রতিক্রিয়াঃ
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া দিয়ে নিভিন লেখেন,"এই বিরোধ ইতিমধ্যেই আদালতের নির্দেশে সালিশি প্রক্রিয়ায় রয়েছে এবং ২০২৫ সালের ২৮ মে থেকে তা কার্যকর হয়েছে। বিষয়টি গোপনীয় রাখতে আদালত গ্যাগ অর্ডার জারি করেছে।" তিনি আরও অভিযোগ করেন, "এত কিছু সত্ত্বেও সহ-প্রযোজক আদালতের নির্দেশ অমান্য করে আবার পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন। চলমান প্রক্রিয়া ধামাচাপা দিয়ে ও তথ্য বিকৃত করে নতুন মামলা দায়ের করা হয়েছে।" নিভিন শেষে লেখেন, "আমরা যথাযথ আইনি ব্যবস্থা নেব। সত্যের জয় হবেই।"