Noble Man Arrested: বাংলাদেশের বিনোদন বিভাগে সব ভয়ঙ্কর খবর। কারণ, গ্রেফতার করা হয়েছে শিল্পী নোবেলকে। ভারতের saregamapa থেকে জনপ্রিয়তা পান তিনি। এরপর থেকে নানা আলোচনা এবং সমালোচনায় ডুবে থেকেছেন নোবেল। কিছুদিন আগেও পর্যন্ত, তা একাধিক স্ত্রীর কারণে বরাবর শিরোনামে এসেছেন। বিশেষ করে তৃতীয় স্ত্রী সালসাবিল, তিনি নানান অভিযোগ এনেছিলেন শিল্পীর বিরুদ্ধে। আর এবার তাকে গ্রেফতার হতে দেখেই মুখ খুললেন তিনি।
WAR 2 Teaser: 'ওয়েলকাম টু হেল..', 'ওয়ার ২'-র টিজারে হৃতিক বনাম NTR…
গত নভেম্বরে ইডেন কলেজের এক ছাত্রীকে, দেখা করার কথা বলে ডেকে আনে নোবেল। এমনকি তাকে বিয়ে করার প্রলোভনও দেখান। এর পরবর্তীতে ৭ মাস এই নারীকে তার বাড়িতে আটকে রাখেন। এবং সেই সময় সেই ছাত্রীকে মানসিক এবং শারীরিক নির্যাতন করেন তিনি। তাকে ধর্ষণও করেন বলে অভিযোগ। ডেমরা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। সমস্ত ঘটনা সমাজ মাধ্যম থেকেই জেনেছেন সালসাবিল। কিন্তু নোবেল যেভাবে মাদকাসক্ত, তার পক্ষে কাউকে আটকে রাখা সম্ভব বলে মনে করেন না সালসা বিল। নোবেলের সঙ্গে দেখা হয় না কিন্তু ফোন মারফত কথা হয়, এমনটাই জানিয়েছেন।
Noble Man Arrest: নিজের বাড়িতে আটকে রেখে নারী নির্যাতন! ধর্ষণ মামলায়…
সংবাদ মাধ্যম কালের কন্ঠ অনুযায়ী খবর, সালসাবিল নাকি এও বলেছেন, অভিযোগ শুনলাম, ‘সাত মাস ধরে নোবেল সেই মেয়েটিকে আটকে রেখে ধর্ষণ করেছে। আসলে ওর সঙ্গে সাত মাস কেউ থাকতে পারে, এটা যে সম্ভব, আমার বিশ্বাস হয় না। আর ও নেশাগ্রস্ত, ও কিভাবে আটকে রাখবে?' বর্তমানে নোবেলের প্রাক্তন তৃতীয় স্ত্রী মালেশিয়ায় রয়েছেন। সমাজ মাধ্যমে নানান ধরনের ছবি পোস্ট করেছেন তিনি। আর সকাল সকাল নোবেলের গ্রেফতারের খবর পেয়ে সমাজ মাধ্যমে আরেকটি বিষয়েও পোস্ট করেছেন তিনি। অনেকেই দাবি করেছিলেন এই মামলার পেছনে নাকি তারও হাত আছে। সমস্ত গুজবুড়িয়ে সমাজ মাধ্যমে তিনি কী লিখছেন?
'আমি বর্তমানে বাংলাদেশের বাইরে অবস্থান করছি, এবং আমি কারও বিরুদ্ধেই কোনো প্রকারের মামলা দায়ের করিনি।' ফলে এটুকু পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে এই ঘটনার পেছনে তার কোন হাত নেই। অন্যদিকে, নোবেল কিছুমাস আগেই রিহ্যাব থেকে ফিরেছিলেন। তারপর, কয়েকটি স্টেজ শো করতেও দেখা যায় তাঁকে। সাধারণত, জনপ্রিয়তা পেয়েছিলেন, জি বাংলার শো থেকে। সেখানে সারা সিজন জুড়ে ভাল গাইলেও বিজয়ী খেতাব তাঁর হয়নি।