Advertisment
Presenting Partner
Desktop GIF

বাংলায় প্রথম কাজ জয়তী ভাটিয়ার! হইচই-তে এল 'তানসেনের তানপুরা'

ট্রেজার হান্টের গল্প দেখতে ভালবাসেন বাঙালি দর্শক। কিন্তু তানসেনের তানপুুরা-র বিশেষত্ব হল এই ট্রেজার হান্টটি ভারতীয় রাগসঙ্গীত নিয়ে।

author-image
IE Bangla Web Desk
New Update
Jayati Bhatia's Bengali debut in Hoichoi web series Tansener Tanpura

'তানসেনের তানপুরা' ওয়েব সিরিজে জয়তী ভাটিয়া। ছবি সৌজন্য: হইচই

বিশিষ্ট অভিনেত্রী জয়তী ভাটিয়াকে দু-দশকেরও বেশি সময় ধরে দর্শক দেখেছেন জাতীয় টেলিভিশনে। এই প্রথম বাংলায় কাজ করলেন জয়তী। হইচই-এর ওয়েব সিরিজ 'তানসেনের তানপুরা'-তে শাস্ত্রীয় সঙ্গীতগুরু-র ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ভারতীয় রাগসঙ্গীত নিয়ে এই প্রথম নির্মিত হল কোনও ট্রেজার হান্ট থ্রিলার সিরিজ।

Advertisment

২৬ জুন থেকে হইচই-তে স্ট্রিমিং শুরু হয়েছে এই ওয়েব সিরিজের। প্রথম পর্যায়ে এসেছে পাঁচটি পর্ব বা ওয়েবিসোড। গল্পটি প্রথম থেকেই বেশ টানটান। আনন্দগড়ের হাভেলিতে থাকেন সঙ্গীতগুরু মধুবন্তী মিশ্র (জয়তী ভাটিয়া)। শোনা যায়, তাঁর পরিবারের কাছে রয়েছে মিঞা তানসেনের তানপুরা। সেই তানপুরা যে ঐতিহাসিক কারণেই অমূল্য তা বলাই বাহুল্য।

আরও পড়ুন: স্ত্রী আলিয়াকে আইনি নোটিস নওয়াজউদ্দিনের

প্রকৃত সঙ্গীত অনুরাগী যাঁরা, তাঁদের কাছে এই তানপুরা গুরুত্বপূর্ণ ঐতিহ্যের কারণে কিন্তু আর এক দলের কাছে এই তানপুরা এমন একটি অ্যান্টিক যা অত্যন্ত চড়া দামে বিক্রয়যোগ্য। আবার গুরুশিষ্যপরম্পরায় হস্তান্তরিত এই তানপুরার যোগ্য উত্তরাধিকারী কে, সেই নিয়েও রয়েছে চরম প্রতিদ্বন্দ্বিতা। দেখে নিতে পারেন ট্রেলারটি নীচের লিঙ্কে ক্লিক করে--

সব মিলিয়েই জমজমাট গল্প 'তানসেনের তানপুরা' ওয়েব সিরিজের। মুখ্য চরিত্রে রয়েছেন বিক্রম চট্টোপাধ্যায়, রূপসা চট্টোপাধ্যায়, রজত গঙ্গোপাধ্যায় প্রমুখ। প্রথম পাঁচটি পর্বে রহস্য উন্মোচনের প্রথম স্তরে পৌঁছবেন দর্শক। পরের পর্বগুলিতে আরও জমজমাট হবে প্লট। ঠিক কী ষড়যন্ত্র রচিত হয়েছে তা ভালভাবে বোঝা যাবে দ্বিতীয় পর্যায়ের ওয়েবিসোডগুলির স্ট্রিমিং শুরু হলে। আগামী সপ্তাহেই আসছে বাকি ওয়েবিসোডগুলি এমনটাই শোনা গিয়েছে।

শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে এই ওয়েব সিরিজে রয়েছে বহু রাগপ্রধান ও রাগাশ্রয়ী গান। গানের মধ্যেই লুকিয়ে থাকছে সূত্র ও গান দিয়েই পরবর্তী সূত্রের কাছে পৌঁছে যাচ্ছে মুখ্য চরিত্রেরা। ওয়েবে সাধারণত যে ধরনের সিরিজ দেখে থাকেন দর্শক, তার চেয়ে একেবারে অন্য মেজাজের এই সিরিজ।

Advertisment