Yash-Nusrat Aarii : যশ দাশগুপ্ত ও নুসরত জাহান, রিল টু রিয়েলে 'পাওয়ার কাপল' তকমা পেয়েছেন এই জুটি। গত বছর ধুমধাম করে নিজেদের প্রযোজনা সংস্থার উদ্ধোধন করেছেন। সেই প্রযোজনা সংস্থার প্রথম ছবি সেন্টিমেন্টাল যা বক্স অফিসে বেশ ভালই সাড়া ফেলেছিল। এবার দ্বিতীয় ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন যশরত। হয়ে গেল তারকা দম্পতির প্রযোজনা সংস্থার পরবর্তী ছবি আড়ি-র শুভ মহরৎ। ইনস্টা স্টোরিতে সেই বিশেষ মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন টলি ক্যুইন নুসরত জাহান। চুড়িদার, মাথায় উড়না দিয়ে সিনেমার শুভ মহরতের সময় নজর কাড়লেন যশ ঘরণী।
সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় অভিনেত্রী। খুশি-আনন্দর মুহূর্তগুলো সকলের সঙ্গে শেয়ার করেন নুসরত। প্রযোজনা সংস্থার প্রথম ছবি সেন্টিমেন্টালের সময়ও বিশেষ মুহূর্তগুলো অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছিলেন যশরত। এবারও তার ব্যতিক্রম হল না। ডিসেম্বরে শুরু হবে আড়ির শ্যুটিং। তার আগে বালাজির আশীর্বাদ নিতে তিরুপতিতে আশীর্বাদ নিতে পৌঁছে গিয়েছিলেন তারকা কাপল। সেখান থেকেও আড়ির চিত্রনাট্য হাতে ছবি পোস্ট করেছিলেন যশ দাশগুপ্ত ও নুসরত জাহান।
সেই সময় ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনকে অভিনেত্রী বলেছিলেন, 'নতুন কাজ শুরুর আগে আমরা তিরুপতি মন্দিরে যাই। আগামী মাসে শুরু হবে শ্যুটিং।' যশের পরণে ছিল সাদা ধুতি পঞ্জাবি। ধবধবে সাদা শাড়ির উপর সোনালি স্ট্রাইপের শাড়িতে অনবদ্য নুসরত। তারকা দম্পতির স্নিগ্ধ লুকে মুগ্ধ ভক্তরা। অন স্ক্রিন নুসরতের সঙ্গে ক্যামেরার পিছনের নুসরত সম্পূর্ণ আলাদা। সিঁথিতে সিঁদুর, কপালে লাল টিপ আর হাতে লাল চুড়ি। নুসরতের এই সাজ তাঁর নতুন ছবির লুকের ইঙ্গিত?
উত্তরে সঙ্গে সঙ্গে অভিনেত্রী বলেন, 'না না। অফ ক্যামেরা এটাই আমার লুক। এর সঙ্গে আড়ির লুকের কোনও যোগ নেই।' সেন্টিমেন্টালের পর যশরত প্রোডাকশনের পরবর্তী ছবি নিয়েও আশাবাদী এই জুটির অনুরাগীরা। বালাজি দর্শনে গিয়ে ছবি পোস্ট করে যশ লিখেছিলেন, 'আমাদের পরবর্তী ছবি আড়ির জন্য আশীর্বাদ নিতে এসেছি'। সিনেমার পোস্টার আগেই মুক্তি পেয়েছে। ২০২৫-এর পয়লা বৈশাখে মুক্তি পাবে আড়ি। এই ছবিতে অভিনয় করছেন বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চক্রবর্তী।