Advertisment

গুজবে কান দেবেন না, বসিরহাটে বললেন নুসরত

প্রসঙ্গত, গত রবিবার রাতে শ্বাসকষ্ট শুরু হয় অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহানের। তারপরেই তড়িঘড়ি তাঁকে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
nusrat

বৃহস্পতিবার বসিরহাটে নুসরত। ফোটো- উৎসব মন্ডল

তাঁর অসুস্থতা নিয়ে গুজব ছড়ানো হয়েছে, এমনই দাবি নুসরাত জাহানের। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর এদিন নিজের সংসদীয় এলাকায় গিয়ে একথা বলেন তিনি।  বৃহস্পতিবার,  বুলবুল নিয়ে বসিরহাটের পুলিশ সুপার কংকর প্রসাদ বাড়ুইয়ের সঙ্গে এক প্রশাসনিক বৈঠক এসে নুসরত বলেন, "গুজব তো চিরকাল শিল্পীদের নিয়ে ছড়িয়ে থাকে। আমার হাঁপানির সমস্যা আছে। চারিদিকে এত পলিউশন! হঠাৎ করে আমার শ্বাস কষ্ট শুরু হয়। দুর্ভাগ্য বশত হাতের কাছে পাম্প ছিল না তাই একটু বাড়াবাড়ি  হয়ে গিয়েছিল।"

Advertisment

আরও পড়ুন, হাসপাতাল থেকে ফিরে ভিডিও বার্তা দিলেন নুসরত

সাংসদ হওয়ার পর বসিরহাটে তেমন একটা নুসরতকে দেখা যায় না বলে বার বার স্থানীয়রা অভিযোগ করেছেন। এই বিষয়টি নিয়ে সংবাদিকদের প্রশ্নের উত্তরে সাংসদ বলেন, " আমার মনে হয় না মানুষ আমাকে নিয়ে অভিযোগ করে। কারণ আমি সাংসদ হওয়ার পরে বহুবার বসিরহাটে এসেছি। আগের সাংসদকে তো দেখা যেত না। অযথা গুজব ছড়ানো হচ্ছে।"

প্রসঙ্গত, গত রবিবার রাতে শ্বাসকষ্ট শুরু হয় অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহানের। তারপরেই তড়িঘড়ি তাঁকে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার হাসপাতাল সূত্রে খবর আসে, অতিরিক্ত ওষুধ খেয়ে ফেলাতেই নাকি অভিনেত্রীর এই বিপত্তি। স্বভাবতই এই প্রশ্ন উঠতে থাকে তাহলে কি ‘আত্মহত্যা’ করতে গিয়েছিলেন অভিনেত্রী? বৃহস্পতিবার বসিরহাটে এসে এই সব গুজব বলে দাবি করেন তিনি।

Nusrat Jahan
Advertisment