Advertisment

হাসপাতাল থেকে ফিরে ভিডিও বার্তা দিলেন নুসরত

''ভাল আছি, গুজবে কান দেবেন না। ডাস্ট অ্যালার্জি হয়ে গিয়েছিল, অন্তত চিকিৎসক তাই বলেছেন। দু-একদিন বিশ্রাম নিয়েই কাজে ফিরব।''

author-image
IE Bangla Web Desk
New Update
nusrat jahan

গুজবে কান দিতে মানা করলেন সাংসদ। ফোটো- নুসরত ইনস্টাগ্রাম

হাসপাতাল থেকেই ভিডিও বার্তায় ফ্যানেদের উদ্দেশ্যে নিজের সুস্থ থাকার কথা জানালেন অভিনেত্রী ও সাংসদ নুসরত জাহান। মঙ্গলবার তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও বার্তা দেন বসিরহাটের সাংসদ নুসরত। তিনি বলেন, আপনাদের আর্শীবাদে সম্পূর্ণ সুস্থ রয়েছি। আগের থেকে অনেকটাই ভাল আছি। গুজবে কান দেবেন না। ডাস্ট অ্যালার্জি হয়ে গিয়েছিল, অন্তত চিকিৎসক তাই বলেছেন। দু-একদিন বিশ্রাম নিয়েই কাজে ফিরব।''

Advertisment

আরও পড়ুন, গুরুতর অসুস্থ নুসরত জাহান, ভর্তি হাসপাতালে

পার্লামেন্টে শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। বিশ্রাম নিয়ে দিল্লির উদ্দেশ্যেই রওনা দেওয়ার কথা বললেন তিনি। প্রসঙ্গত, রবিবার রাত ৯.৩০টা নাগাদ আচমকাই প্রচণ্ড শ্বাসকষ্ট জনিত সমস্যা শুরু হলে বাইপাসের একটি বেসকারি হাসপাতালে ভর্তি করা হয় নুসরত জাহানকে। হাসপাতাল সূত্রে জানা যায়, প্রাথমিক অবস্থায় আইসিইউতে ভর্তি করে চিকিৎসা চলছে তাঁর।

সূত্রের খবর, মাত্রাতিরিক্ত ওষুধ খাওয়ার ফলেই অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী। হাসপাতালের তরফে ফুলবাগান থানায় ‘ড্রাগ ওভারডোজ’-এর অভিযোগ দায়ের করার পরই ভর্তি করা হয় অভিনেত্রীকে। চিকিৎসক সন্দীপ মন্ডলের তত্ত্বাবধানে মেডিক্যাল টিম গঠন করা হয়। রবিবার সন্ধ্যেবেলা নুসরতের স্বামী নিখিল জৈনের জন্মদিন উপলক্ষে পার্টির আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের ফাঁকেই অসুস্থ হয়ে পড়েন তিনি।

Nusrat Jahan
Advertisment