নুসরতের মাকে কী বললেন তাঁর হবু বর?

ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গেই সাতপাকে ঘুরবেন অভিনেত্রী। এদিন নিখিলের সঙ্গে দেখা মিলল নুসরতের। একটি ভিডিওর মাধ্যেমে নুসরতের মায়ের কাছে বিশেষ বার্তা দিলেন নিখিল।

ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গেই সাতপাকে ঘুরবেন অভিনেত্রী। এদিন নিখিলের সঙ্গে দেখা মিলল নুসরতের। একটি ভিডিওর মাধ্যেমে নুসরতের মায়ের কাছে বিশেষ বার্তা দিলেন নিখিল।

author-image
IE Bangla Web Desk
New Update
nusrat

টিকটকে মজলেন নুসরত-নিখিল

মে মাসেই সংসদ নির্বাচিত হয়েছেন নুসরত জাহান। দিল্লি দরবারে শপথ নেওয়ার পর আর সময় নষ্ট করেননি নায়িকা। সত্ত্বর জানিয়ে দিয়েছিলেন তাঁর বিয়ের খবর। সোশালে পোস্ট করে পাত্রটিকেও চিনিয়ে দিয়েছিলেন তিনি। ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গেই সাতপাকে ঘুরবেন অভিনেত্রী। এদিন নিখিলের সঙ্গে দেখা মিলল নুসরতের। একটি ভিডিওর মাধ্যেমে নুসরতের মায়ের কাছে বিশেষ বার্তা দিলেন নিখিল।

Advertisment

চমকে গেলেন তো! সেরকম কিছুই নয়। টিকটকে একসঙ্গে ভিডিও শেয়ার করেছেন নিখিল-নুসরত। সেই গানের লাইনেই বলা হয়েছে নুসরতের মাকে নাকি সব বলে কয়ে মেয়েকে নিয়ে এসেছেন নিখিল।

Advertisment

আরও পড়ুন, দেবের ছবিতে লাথি, প্রতিবাদে রুক্মিণী

বসিরহাট লোকসভা কেন্দ্রে নুসরত জিতেছেন ৩ লক্ষ ৫০ হাজারেরও বেশি ভোটে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তুরুপের তাসও ছিলেন বসিরহাটের এই প্রার্থী। নিরাশ করেননি মুখ্যমন্ত্রীকে। সূত্রের খবর, জুন মাসেই নাকি বিয়ে করছেন নায়িকা। পাত্র, অনেকদিনের ব্যবসায়ী বন্ধু নিখিল জৈন। জল্পনা ডেস্টিনেশন ওয়েডিংয়ে ইস্তানবুল উড়ে যাবেন তারা।

বিদেশেই বিয়ে করার ইচ্ছা নাকি নায়িকার। ইতিমধ্যে ইস্তানবুলের পাঁচতারা হোটেলে বুকিংও সারা হয়ে গিয়েছে বলেই খবর। ১৯ জুন থেকে ২১ জুন, দিন তিনেকের জন্যই নাকি বুক করা হয়েছে হোটেল। তবে পাত্র কলকাতারই ছেলে। এমপি বিড়লা ফাউন্ডেশনে পড়াশোনার পর বিদেশে ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্টের কোর্স করেছেন নিখিল। বিয়ে-রাজনীতি-সিনেমা সব মিলিয়ে চরম ব্যস্ততায় সাংসদ নুসরত জাহান।