Advertisment
Presenting Partner
Desktop GIF

শিল্পের নামে ধর্মীয় ভাবাবেগে আঘাত! 'কালী' পোস্টার বিতর্কে তীব্র প্রতিক্রিয়া নুসরতের

বিতর্কিত সিনেমার পোস্টার নিয়ে কী বললেন নুসরত জাহান?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Nusrat Jahan, Nusrat Jahan on Kaali poster controversy, Kaali poster, Kaali poster controversy, নুসরত জাহান, কালী পোস্টার, কালী পোস্টার বিতর্ক, কালীর মুখে জ্বলন্ত সিগারেট, bengali news today

নুসরত জাহান

হিন্দুকে বিয়ে করে, সিঁথিতে সিঁদুর পরে, দুর্গাষ্টমীতে অঞ্জলি দিয়ে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন নুসরত জাহান। যত না হিন্দুত্ববাদীদের রোষানলে পড়েছেন, তার থেকে কয়েক গুণ বেশি উলেমাদের কাছে ফতোয়া খেয়েছেন। তবে দমে যাওয়ার পাত্রী নন তিনি। সমাজের কটুক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে সেক্যুলার ভারতের বার্তা দিয়ে এগিয়ে গিয়েছেন নুসরত। এবার বিতর্কিত 'কালী' পোস্টার নিয়ে মুখ খুললেন সাংসদ-অভিনেত্রী।

Advertisment

মা কালীর মুখে জ্বলন্ত সিগারেট এবং হাতে এলজিবিটি সম্প্রদায়ের প্রাইড পতাকা দেখে রে-রে করে উঠেছেন হিন্দুত্ববাদীরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে তথ্যচিত্রের পরিচালক লীনা মণিমেকালাইয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার পাশাপাশি তাঁকে গ্রেপ্তারের দাবিও উঠেছে। সোশ্যাল মিডিয়াতেও বিতর্কের ঝড়। এবার সেই বিতর্কিত ইস্যুতে নুসরত জাহানের মন্তব্য, "কারও ধর্মীয় বিশ্বাসে আঘাত করে কখনোই সৃজনশীলতা দেখানো যায় না। যার যার ধর্ম, তাঁকে সেভাবেই পালন করতে দেওয়া উচিত। ধর্ম ও শিল্প দুটো আলাদা বলেই বিশ্বাস করি। শিল্পের স্বাধীনতার জন্য ধর্মীয় বিশ্বাসে আঘাত হানাটা ভুল। কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত না করাটাই শ্রেয়।"

<আরও পড়ুন: হবু বাচ্চার জন্য কোঙ্কনি শিখছেন রণবীর! দীপিকাও মা হচ্ছেন?>

এখানেই অবশ্য থামেননি নুসরত। নিজের সংসদীয় এলাকার কথাও উল্লেখ করেন নায়িকা। বলেন, "বসিরহাটের মানুষ খুবই শান্তিপূর্ণ। আর বাংলায় চিরকাল আমরা হিন্দু-মুসলিমরা মিলেমিশে বাস করছি। ইদ, দুর্গাপুজো সবই পালন করি আমরা। ব্যাক্তিগতজীবনে আমি নিজেই সেটা পালন করি। আমাদের বাংলাকে কখনও ধর্মীয় অ্যাজেন্ডা টেনে ভাগ করা যাবে না।"

উল্লেখ্য, কানাডাবাসী মালয়ালাম মহিলা পরিচালক লীনা মণিমেকালাই পরিচালিত 'কালী' তথ্যচিত্রের পোস্টার নিয়ে বিতর্কের ঝড়। হিন্দু দেবীর মুখে সিগারেট ও হাতে প্রাইড পতাকা দেখেই রুষ্ট হয়েছেন হিন্দুত্ববাদীরা। সেই প্রেক্ষিতেই নুসরত জাহানের মন্তব্য, "শিল্পের নামে কারও ধর্মীয় ভাবাবাগকে আঘাত করা উচিত নয়।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tollywood Nusrat Jahan Entertainment News
Advertisment