Advertisment

Nusrat Jahan: বাবা-মা গিয়েছেন মক্কায়, ছেলের জন্যই ঈদের বিশেষ আয়োজন নুসরতের

Nusrat Jahan Eid : চাঁদরাতের পর, আজকের দিনেও নুসরত বিশেষ আয়োজন করেছেন। কী বলছেন অভিনেত্রী?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Nusrat Jahan shared her Eid plans with family tollywood news

Nusrat Jahan Eid: নুসরতের ঈদ পালন... ছবি/ইনস্টা

আজ খুশির ঈদ। গতকাল চাঁদ রাত উপলক্ষেই শুভেচ্ছা জানিয়েছেন তারকারা। আর নুসরত জাহান, নিজের মেহেন্দির ছবি দিয়েই নজরে এসেছেন।

Advertisment

সবুজ সালোয়ার, ঈদ উপলক্ষে হাত ভর্তি করে মেহেন্দি পড়েছেন নুসরত। বিশেষ দিনের জন্য বিশেষ সাজ থাকবেই, সে আর নতুন কথা কী? কিন্তু, অভিনেত্রী এর পাশাপাশি আজকের দিনে কী করতে চলেছেন সেও জানিয়েছেন। ঈদ মানেই খাওয়াদাওয়া, বন্ধু বান্ধব এবং তাঁর সঙ্গে ঈদি। বড়দের থেকে ঈদী পাওয়ার মজা আলাদা রকমের।

তবে, এবার একদম ভিন্ন ঈদ কাটাচ্ছেন নুসরত। সকাল হতেই সাদা পোশাকে অনুরাগীদের শুভেচ্ছা দিয়েছেন। তাঁর সঙ্গে রান্নার ব্যস্ততা রয়েছেই। অভিনেত্রী বলেন, "সকাল থেকে রান্নাঘরে সময় কেটেছে। ছেলে আর যশের জন্য বিরিয়ানি, সেমাই ফিরনি এবং কেবাব বানিয়েছি। আশা করব ওদের ভাল লাগবে।" বাড়ি ভর্তি উপহার। প্রিয়জনরা শুভেচ্ছা এবং গিফট পাঠিয়েছেন।

আরও পড়ুন - Ankita Lokhande: ছয় বছর ধরে কী কী করলেন? ফুলসজ্জার খাটে অঙ্কিতা-ভিকি দেখালেন সেই ঝলক!

কিন্তু, এবার ঈদে সঙ্গে নেই তাঁর বাবা মা। দুজনেই মক্কায় গিয়েছেন। উৎসবের দিনে পরিবারের মানুষগুলো দূরে থাকলে একেবারেই ভাল লাগে না। কিন্তু অভিনেত্রী জানালেন, মা বাবার সঙ্গে তাঁরা শুভেচ্ছা বিনিময় করেছেন। উল্লেখ্য, এইবছর শুরুর দিকেই তারা সেন্টিমেন্টাল ছবি দিয়ে নিজেদের প্রযোজনায় প্রথম ছবি করেন। সেই ছবিতে জুটি বেঁধেছিলেন যশ এবং নুসরত। বেশ ভালই ব্যবসা করে সেই ছবি।

অন্যদিকে, এবার আর লোকসভা নির্বাচনে লড়তে দেখা যাচ্ছে না নুসরতকে। বরং, এখন নিজের দুনিয়াতেই ব্যস্ত রয়েছেন তিনি। সামনে, আবার কোনও ছবি করেন কিনা সেটাই দেখার।

tollywood eid Nusrat Jahan Entertainment News
Advertisment