Nusrat Winter Vibes: সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ নুসরত জাহান। ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো সকলের সঙ্গে ভাগ করে নেন। কখনও পোষ্যদের সঙ্গে কোয়ালিটি সময় কাটান তো কখনও আবার যশ-ঈশানের সঙ্গে পারফেক্ট ফ্যামিলি টাইমে ব্যস্ত থাকেন নুসরত। ক্রিসমাসে উজ্জ্বল লাল বর্ণের পোশাকে সান্টার সাজে ইনস্টা হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন।
বর্ষরণের দিনও সরু ফিতের কালো বডি হাগিং গাউনে যশের পাশে পোজ দিয়েছেন নুসরত। ব্যক্তিগত জীবনের সুন্দর মুহূর্তগুলো এভাবেই বারবার সকলের সঙ্গে ভাগ করে নেন নুসরত। এবার যশ ঘরণী শেয়ার করলেন কনকনে ঠান্ডায় সকালের সঙ্গী কী।
নুসরত ইনস্টা স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে গোলাপি রঙের কাপে রয়েছে ধোঁয়া ওঠা চা বা কফি। আর ক্যাপশনে লেখা, 'ক্রেজি উইন্টার মর্নিং' অর্থাৎ 'শীতের সকাল'। এই পোস্টে স্পষ্ট, শীতের সকালে গরমা গরম চা-কফিই নুসরতের সঙ্গী।
ইনস্টা স্টোরিতে নিজের আরও একটি উপলব্ধির কথা লিখেছেন নুসরত। তাঁর মতে, 'একমাত্র নিজেই নিজেকে শান্তি দেওয়া যায়।' নতুন বছর শুরুর আগে ছুটির দিনগুলো কী ভাবে কাটানো উচিত সেই টিপসও শেয়ার করেছিলেন।
তাঁর মতে, প্রথমত: না বলতে শিখুন। এতে মানসিক শান্তি পাবেন। দ্বিতীয়ত: তুমি তোমার পরিবার নির্বাচন করতে পারবে না। কিন্তু, সেই সব আলোচনা থেকে দূরে থাকুন যা আপনার সুস্থ ও ভাল থাকার পক্ষে বাঁধা সৃষ্টি করতে পারে। তৃতীয়ত: কারও কাছে কোনও বিষয়ে ঋণী থাকবেন না। চতুর্থত: আপনার অনুভূতি আপনার কাছে মূল্যবান। কাউকে তার ব্যখা দেওয়ার প্রয়োজন নেই।
নতুন বছর শুরুর আগে 'ক্যান্ডেল মেকিং' অর্থাৎ মোমবাতি বানানো শিখেছেন নুসরত। সেই ভিডিও-ও নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করেছিলেন। হ্যাঁ, orange & cinnamon ক্যান্ডেল বানিয়েছেন নুসরত। ভিডিও-র ক্যাপশনে লিখেছেন, 'এই সিজনে নিজের হাতে আমার অত্যন্ত পছন্দের orange & cinnamon ক্যান্ডেল বানানোর চেষ্টা করলাম। অবশ্যই বলতে চাই, দারুণ লাগল'। বর্ষবরণের রাতে যশের সঙ্গেও ছবি পোস্ট করেছেন নুসরত। ক্রিসমাসেও লাল ড্রেস পরে সান্টার সাজে নজর কেড়েছিলেন তারকা মম নুসরত জাহান।