/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/07/nusrat1-1.jpg)
নুসরত, শ্রাবন্তী, তনুশ্রীর একসঙ্গে পার্টি। ফাইল ছবি
বিপরীত রাজনৈতিক দলের সদস্য-সাংসদ হলেও নুসরত জাহানের (Nusrat Jahan) সঙ্গে শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) কিংবা তনুশ্রী চক্রবর্তীর (Tanusree Chakraborty) সম্পর্ক বেজায় ভাল। ভিন্ন রাজনৈতিক রং তাঁদের বন্ধুত্বের মধ্যে কোনও প্রভাব ফেলেনি। মাঝেমধ্যেই তাঁরা জমিয়ে আড্ডা দেন। দিন কয়েক আগে, নুসরতের বেবি বাম্প প্রকাশ্যে আসার সময়ও সেই ছবিতে দেখা গিয়েছিল তনুশ্রী-শ্রাবন্তীকে। তার আগে রাজকুমার গুপ্তার বাড়ির পার্টিতেও যশ-নুসরত-সহ তনুশ্রীকে দেখা গিয়েছিল। এবারও তনুশ্রী চক্রবর্তীর ইনস্টাগ্রাম পোস্টে টলিউডের তিন অভিনেত্রীকে দেখা গেল একসঙ্গে। আর সেই ছবি দেখেই নেটদুনিয়ায় উড়ে এল কটাক্ষবাণ।
প্রসঙ্গত, নুসরত জাহানের বালিগঞ্জের ফ্ল্যাটে মাঝেমধ্যেই আড্ডা দেন শ্রাবন্তী, তনুশ্রী, যশরা। তবে 'বোনুয়া' মিমি চক্রবর্তীকে সেখানে দেখা যায় না। এবারও শ্রাবন্তী-তনুশ্রীর সঙ্গে সেলফিতে পোজ দিয়েছেন হবু মা নুসরত। আগেরবারের মতো এখানেও মিমি অনুপস্থিত। ছবিতে দেখা গেল হলুদ আলোয় ধরা পড়েছে তিন টলিউড নায়িকার মুখ। বাঁদিকে শ্রাবন্তী, মাঝখানে তনুশ্রী এবং একেবারে ডানদিকে নুসরত জাহান। সম্ভবত অন্তঃসত্ত্বা বান্ধবীকে সঙ্গ দিতেই গিয়েছেন দুই নায়িকা। আর সেই ছবিই নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তনুশ্রী। ক্যাপশনে এঁকে দিয়েছেন ভালবাসার চিহ্নও।
<আরও পড়ুন: চার মাসেই বিজেপিতে মোহভঙ্গ! ‘আমি রাজনীতি থেকে সরছি’, বলছেন অভিনেত্রী তনুশ্রী>
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/07/nusrat-1.jpg)
তবে তিন টলিনায়িকাকে একসঙ্গে দেখে নেটজনতারা আবার বিরূপ মন্তব্য করে বসেছেন একেকজন। কারও কটুক্তি "রতনে রতন চেনে", কেউ বা আবার তিন নায়িকার ব্যক্তিগত জীবন সম্পর্ক, বিবাহবিচ্ছেদ নিয়ে কুরুচিকর মন্তব্য করতেও পিছপা হননি। কেউ বা আবার কমেন্ট বক্সেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, "মিমির সঙ্গে দূরত্ব বাড়তেই কি নুসরতের ঘনিষ্ঠ হয়ে পড়েছেন শ্রাবন্তী-তনুশ্রী?"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন