পুজোর আগেই নুসরত জানিয়েছিলেন অষ্টমীর অঞ্জলি দিতে তিনি নিখিলকে নিয়ে যাবে পুজোর মণ্ডপে। কথা রাখলে বসিরহাটের সাংসদ। অষ্টমীর সকালে তাদের দেখা মিলল সুরুচী সংঘে। নিষ্ঠাভরে মাকে অঞ্জলি দিলেন নব দম্পতি। তবে এখানেই শেষ নয়, শাড়ির আঁচল কোমরে গুঁজে ঢাক বাজালেন নায়িকা। নিখিলও বা কম যান কেন? পাঞ্জাবির হাতা তুলে তিনিও নামলেন ময়দানে, সঙ্গত দিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস।
বিয়ের পর প্রথম পুজো নুসরত-নিখিলের। তাই প্রতিটা মূহুর্তই বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন তারা। ষষ্ঠীর দিন থেকেই শুরু হয়েছে উদযাপন। সপ্তমীর প্রেমের ছবিও তিনি তারা পোস্ট করেছেন সোশাল মিডিয়ায়। তবে অষ্টমীর সকালটা আর পাঁচজন বাঙালির মতো সাবেকী ধাঁচেই কাটল তাদের। লাল শাড়ি, সিঁথিতে সিঁদুর পরে মণ্ডপে পৌঁছলেন অভিনেত্রী। পাশে নিখিলও সেজেছিলেন লাল পাঞ্জাবিতে।
আরও পড়ুন, জন্মদিনেই কুমারী রূপে পূজিত খুদে টেলি-তারকা
সুরুচী সংঘের থিমের গানেও রয়েছেন নুসরত জাহান। মণ্ডপে জায়েন্ট স্ক্রিনে চলছে সেই ভিডিও। পরমব্রত চট্টোপাধ্যায় ও নুসরত জাহান রয়েছেন সেই ভিডিওতে। এদিন নিজেও শেয়ার করেছেন সেই ছবি। অন্যদিকে নিখিল উত্তেজিত তাঁর প্রথম পুজো নিয়ে। উৎসবে জমিয়ে আনন্দ করছেন তিনিও। তবে একদিন স্বামীকে নিয়ে বসিরহাটে যাবেন সাংসদ একথাও তিনি আগেই জানিয়েছেন।