/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/09/nikhil.jpg)
'রঙ্গোলি'র ব্র্যান্ড অ্যাম্বাসাডর এবার নিখিল জৈন খোদ
নুসরত জাহানের (Nusrat Jahan) সঙ্গে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর থেকে প্রায় নিত্যদিনই খবরের শিরোনামে থাকছেন নিখিল জৈন (Nikhil Jain)। সাংসদ-অভিনেত্রীর প্রাক্তন স্বামী। স্পটলাইট এখন তাঁর দিকেও। বিচ্ছেদের জন্য নেটজনতার একাংশ কাঠগড়ায় দাঁড় করিয়েছে নুসরতকে। অপরদিকে, নিখিল এখন তাঁদের চোখে হিরো। নিজেকে নতুনভাবে গড়ে তুলেছেন। জিম করছেন। শরীরচর্চার পাশাপাশি কড়া ডায়েট চলছে। সামলাচ্ছেন ব্যবসার কাজও। পুরোদস্তুর পাল্টে ফেলেছেন নিজেকে নিখিল। তাঁর সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলেই মিলবে হাতে-গরম প্রমাণ। এবার আরও বড় চমক দিলেন। নিজের পোশাক সংস্থা 'রঙ্গোলি'র ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে আত্মপ্রকাশ করলেন নিখিল জৈন খোদ।
শনিবার 'রঙ্গোলি'র একটি নয়া বিজ্ঞাপনী টিজার প্রকাশ্যে নিয়ে এসেছেন নিখিল। সেখানেই নুসরতের প্রাক্তন স্বামী ধরা দিলেন একেবারে নয়া অবতারে। তাঁকে দেখা গেল নিজস্ব ফ্যাশন ব্র্যান্ডের পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দিতে। ইতিমধ্যেই সেই টিজার নেটদুনিয়ায় হিট হয়ে গিয়েছে। নেটপাড়ার মহিলারা নিখিলের প্রশংসায় পঞ্চমুখ। শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা। তবে এসবের মাঝেই নজর কাড়ল নিখিলের লেখা ক্যাপশন।
<আরও পড়ুন: অক্ষয়-অজয় সবার ছবি মুক্তি পাচ্ছে, শাহরুখ কি হারিয়ে গেলেন? গুছিয়ে ‘উত্তর’ কিং খানের>
'রঙ্গোলি'র একটি নয়া বিজ্ঞাপনী টিজার শেয়ার করে নিখিল কী এমন লিখলেন ক্যাপশনে, যা নিয়ে এত তোলপাড়? লিখেছেন, "খেলা বদলাচ্ছে।" আকার ইঙ্গিতে নুসরতকেই বিঁধলেন না তো তিনি? প্রশ্ন উঠেছে ঘনিষ্ঠমহলে। কারণ, এর আগে নুসরত জাহান ছিলেন 'রঙ্গোলি'র ব্র্যান্ড অ্যাম্বাসাডর। এরপর সেই জায়গায় দেখা যায় অভিনেত্রী সঞ্জনা বন্দ্যোপাধ্যায়কে। সদ্য আবার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও নিখিলের ব্র্যান্ডের বিজ্ঞাপনের জন্য শুট করেছেন। আর এবার সংস্থার মালিক নিজেই ধরা দিলেন 'রঙ্গোলি'র ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে। নিখিল জৈনের নয়া জার্নিতে উচ্ছ্বসিত নেটপাড়ার অনুরাগীরা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন