সদ্য মা হয়েছেন। ছেলের বয়স এক মাসও পেরোয়নি। এখন তাঁর অনেক দায়িত্ব। ছেলেকে সবসময়ে আগলে রাখছেন। একরত্তির যত্ন নিচ্ছেন নিজে হাতে। আর এসবের মাঝেই কাজের ময়দানে নেমে পড়েছেন নুসরত জাহান (Nusrat Jahan)। ফেসবুকে সম্প্রতি এক ফটোশুটের ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। যা দেখে নেটদুনিয়ায় একেবারে শোরগোল পড়ে গিয়েছে।
মাতৃত্বের ক্লান্তির লেশ মাত্র নেই চেহারায়। লাবণ্য ঠিকরে বেরচ্ছে। টলিউডের গ্ল্যাম গার্লকে দেখা গেল ধবসর রঙের অফ শোল্ডার শিফন ড্রেসে। হালকা মেকআপ। লিপস্টিক। আর চেহারার গ্লোয়েই বাজিমাত করেছেন নুসরত। তবে অভিনেত্রীর লুকের ঝলকে নেটদুনিয়ায় শোরগোল পড়লেও নেটজনতাদের একাংশ আবার নুসরতকে কটাক্ষ করতে ছাড়েননি। কেউ পোশাক নিয়ে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তো কেউ বা আবার বাচ্চার বাবার নাম জিজ্ঞেস করে বিদ্রুপ করেছেন। তবে নুসরত বরাবরই ট্রোলকে পাত্তা দেন না। নিজের শর্তে বাঁচেন। যে প্রসঙ্গ উত্থাপন করেও সাংসদ-অভিনেত্রীকে ট্রোল-টিটিকিরি করতে ছাড়েননি নেটজনতার নীতিপুলিশেরা।
[আরও পড়ুন: ভেনিসে ‘সর্বস্ব খুইয়ে’ মাথায় হাত শ্রীলেখার! ঠাঁই হল রাস্তায়, অভিনেত্রীর সঙ্গে কী ঘটেছে]
প্রসঙ্গত, গত ২৬ অগস্ট মাদার টেরেসার জন্মদিনের দিন-ই পুত্রসন্তানের জন্ম দেন নুসরত জাহান। নবজাতকের ওজন ছিল ২.৯ কেজি। তার দিন দুয়েক বাদেই সন্তানকে নিয়ে বাড়ি ফিরেছেন অভিনেত্রী। যশ নিজেই গাড়ি চালিয়ে মা নুসরত ও নবজাতককে নিয়ে এসেছেন বাড়িতে। ইতিমধ্যেই খুদের দায়িত্ব সামলে কাজের ময়দানেও নেমে পড়েছেন টলি-নায়িকা তথা সাংসদ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন