scorecardresearch

‘অত্যাচার করে অঙ্কুশ..’ শুভশ্রীর কাছে বিয়ে ভাঙার বিস্ফোরক কারণ ফাঁস ঐন্দ্রিলার

অঙ্কুশ-ঐন্দ্রিলার সম্পর্কে হয়েছেটা কী?

Ankush Hazra, Oindrila Sen, Ankush Oindrila, Subhashree Ganguly, Raj Subhashree, Ankush Srabanti, Love Marriage, Tollywood, Bengali films, অঙ্কুশ-ঐন্দ্রিলা, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, লাভ ম্যারেজ, অপরাজিতা আঢ্য, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রাজ শুভশ্রী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অঙ্কুশ শ্রাবন্তী, টলিউডের খবর
শুভশ্রীর কাছে অঙ্কুশের কাছে নালিশ ঐন্দ্রিলার

১২ বছরের প্রেমে ভাঙন! অঙ্কুশ-ঐন্দ্রিলার সম্পর্ক নিয়ে টলিউডের অন্দরে জোর চর্চা- তাঁদের সম্পর্কে নাকি ফাটল ধরেছে! প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, বিক্রম, বনি সেনগুপ্ত থেকে শুরু করে শ্রাবন্তী চট্টোপাধ্যায়রা কেউই ফোনাফুনি করে মধ্যস্থতা করার চেষ্টা করেও লাভ হয়নি। কখনও অঙ্কুশের কাছে ফোন যাচ্ছে, তো কখনও বা আবার ঐন্দ্রিলার কাছে। সকলেরই এক প্রশ্ন- বিয়েটা হচ্ছে না কেন? শেষমেশ অঙ্কুশ-ঐন্দ্রিলার হাল ধরতে এগিয়ে এলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

ঐন্দ্রিলার কাছে ফোন করে শুভশ্রী বিয়ে না হওয়ার নেপথ্যে সমস্যার কথা জানতে চান। তখনই ইন্ডাস্ট্রির অগ্রজ সহকর্মীর কাছে মারাত্মক কথা ফাঁস করলেন ঐন্দ্রিলা সেন। অঙ্কুশের সঙ্গে কেন বিয়েটা করছেন না, সেটা জানান। শুভশ্রী প্রথমে ঐন্দ্রিলার ফোনে ভিডিওতে জিজ্ঞেস করেন- “কিরে আজ তোদের সম্পর্কের ১২ না ১৩ বছর হল.. বিয়েটা করছিস না কেন, নাকি আমাদের খাওয়াতে হবে বলে! সমস্যা কোথায়?”

এরপরই তড়িঘড়ি শুভশ্রীকে ফোন লাগান ঐন্দ্রিলা। বলেন- “অঙ্কুশ খুব অত্যাচার করে। হাত-পা, ঘাড় টেপায়.. এভাবে কে থাকবে বলো তো? ওইজন্যই তো বিয়েটা করছি না।”

[আরও পড়ুন: ‘সিদ্ধার্থ-কিয়ারা অন্তত রণবীর-আলিয়া, ভিকি-ক্যাটরিনার মতো কিপ্টে নন..’, তুলোধনা নেটপাড়ার]

শুভশ্রী-ঐন্দ্রিলার কথোপকথন শুনে অঙ্কুশকে আদতে অত্যাচারী বলে মনে হলেও বাস্তবে কিন্তু তেমনটা ঘটেনি। ভিডিওতে দেখা যায অঙ্কুশকে দিয়েই পা টেপাচ্ছেন ঐন্দ্রিলা। যদিও এই পুরো ভিডিওটাই মশকরা করে করা অঙ্কুশ-ঐন্দ্রিলার ‘লাভ ম্যারেজ’-এর জন্য।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Oindrla sen complained about ankush hazra to subhashree ganguly