Advertisment
Presenting Partner
Desktop GIF

দুঃস্থের মাথায় হাত বোলাচ্ছেন আরিয়ান! দিলেন টাকাও, ভাইরাল শাহরুখ-পুত্রর পুরনো ভিডিও

ক্যামেরাবন্দি আরিয়ান খানের মানবিক দিক। নেটদুনিয়ায় ঝড় তুলেছে সেই ভিডিও। দেখুন।

author-image
IE Bangla Web Desk
New Update
Aryan Khan, Aryan Khan news, Aryan Khan viral video, Shah Rukh khan, bollywood, আরিয়ান খান, আরিয়ান খানের ভিডিও, bengali news today

ক্যামেরাবন্দি আরিয়ান খানের মানবিক দিক

গত দু'দিন ধরে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হেফাজতে আরিয়ান খান (Aryan Khan)। মাদককাণ্ডে শাহরুখ-পুত্রের গ্রেফতারিতে উদ্বিগ্ন গোটা বলিউড। সোশ্যাল মিডিয়াতেও শোরগোল। নেটদুনিয়ার নীতিপুলিশদের একাংশ যখন স্টার-কিডের বিলাসবহুল জীবনযাত্রা থেকে শুরু করে শাহরুখ-গৌরীর শিক্ষা-রুচি নিয়ে প্রশ্ন তুলেছেন, তো এক পক্ষ আবার বলিউড বাদশার সমর্থনে মুখ খুলেছেন। ইন্ডাস্ট্রির তাবড় তারকারাও কিং খানকে সহমর্মিতা জানিয়ে টুইট করছেন। সেই প্রেক্ষিতেই আরিয়ান খান এখন নেটমাধ্যমে ট্রেন্ডিং। আর আইনি বিপাকে জড়ানোর মাঝেই শাহরুখ-পুত্রের এক পুরনো ভিডিও এবার ফের সোশ্যাল মাধ্যমে নতুন করে হট্টগোল শুরু করেছে। যেখানে আরিয়ান দেখা যাচ্ছে দুঃস্থের মাথায় হাত রেখে তার সঙ্গে কথা বলতে।

Advertisment

বছর দুয়েক আগের ভিডিও। মুম্বইয়ের এক বিলাসবহুল রেস্তরাঁয় পার্টি শেষ করে বেরিয়ে আসছিলেন আরিয়ান। পরনে লাল রঙের হুডি আর জিন্স। সেই পার্টিতে ছিলেন আরিয়ানের অন্য বন্ধুবান্ধবদের সঙ্গে মালাইকা অরোরাও। স্টার-কিডকে বেরিয়ে আসতে দেখেই পাপ্পারাজিরা ঘিরে ধরে তাঁকে। ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানি চতুর্দিকে। হঠাৎ-ই তার মাঝে এক দুস্থ বাচ্চা মেয়ে চলে আসে আরিয়ানের সামনে। সাহায্য চায় তাঁকে। মেয়েটির কোলে ছিল এক দুধের শিশু। আরিয়ান কিন্তু সেদিন ফিরিয়ে দেননি ওই দুঃস্থ মেয়েটিকে। বরং তাঁর মাথায় বুলিয়ে পকেট থেকে টাকা বের করে দেন। এমনকী গাড়ির দরজার সামনে থেকেও সরিয়ে দেন ভিক্ষাবৃত্তি করে জীবন নির্বাহ করা ওই মেয়েটিকে। আর আজ যখন আরিয়ান খানের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে নেটদুনিয়ার একাংশ। তখন পুরনো সেই ভিডিওই ভাইরাল।

<আরও পড়ুন: তারকা-পুত্র হলেও নেই কোনও খাতির, মেসের খাবারই খাচ্ছেন আরিয়ান খান>

প্রসঙ্গত, তারকাসন্তানরা সর্বদাই স্পটলাইটে থাকেন। অতঃপর তাঁদের আড্ডা-পার্টি সবদিকেই পাপ্পারাজিদের নজর। সেইভাবেই ক্যামেরাবন্দি হয়েছিল আরিয়ান খানের মানবিক এই দিকটি। যা দেখে নেটদুনিয়া বর্তমানে উত্তাল। কারণ, মাদককাণ্ডে নাম জড়ানোয় শাহরুখ-পুত্র এখন সমালোচকদের চর্চায়।

bollywood Aryan Khan arrested Aryan khan
Advertisment