Advertisment

দুর্গাষ্টমীর শুভ তিথিতে ছেলের নামকরণ করলেন কোয়েল-নিসপাল, শুভেচ্ছার বন্যা নেটদুনিয়ায়

জানেন ছেলের নাম কী রাখলেন তাঁরা?

author-image
IE Bangla Web Desk
New Update
Koel Mallick

মহাষ্টমীর দিন ছেলের নামকরণ করলেন কোয়েল মল্লিক (Koel Mallick) এবং নিসপাল সিং রানে (Nispal Singh)। ঘনিষ্ঠজনদের কাছে আগেই জানিয়েছিলেন যে, কোনও শুভদিনে ছেলের নামকরণ করবেন। করলেনও তাই। শনিবার দুর্গাষ্টমীর দিন পাঁচ মাসের পিত্র সন্তানের নামকরণ করলেন কোয়েল মল্লিক। শুধু তাই নয়, ছেলের নামের সঙ্গে নতুন ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী। যা দেখে রুক্মিনী মৈত্র, পরমব্রত চট্টোপাধ্যায় থেকে শুরু করে আরও অনেকেই আদুরে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন খুদেকে।

Advertisment

তা কোয়েল এবং নিসপাল কী নাম রাখলেন ছেলের? সোশ্যাল মিডিয়াতেই তা ঘোষণা করলেন। সাধ করে টলিউডের এই তারকাদম্পতি তাঁদের একমাত্র পুত্রসন্তানের নাম রাখলেন 'কবীর'। নামেই সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা। কবীর নামের অর্থ 'মহান'। আর মা-বাবার নামের এমন পছন্দ দেখে নেটদুনিয়ায় ধন্য ধন্য করছেন অনুরাগীরা। সেই সঙ্গে ছোট্ট কবীরের আদুরে ছবিও মন কেড়েছে নেটিজেনদের।

উল্লেখ্য গত মে মাসের ২০ তারিখে মা হয়েছেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। তার মাস দুয়েক পরই সপরিবারে করোনায় আক্রান্ত হন তাঁরা। তবে ছোট্ট কবীর সংক্রমণ থেকে দূরেই ছিল। এবার সন্তান হওয়ার সাড়ে পাঁচ মাস পর আজ দুর্গাষ্টমীর শুভ তিথিতে নামকরণ করলেন কোয়েল-নিসপাল।

আরও পড়ুন: পরনে সাদা ধুতি-পাঞ্জাবী, ভাইরাল হল মা শুভশ্রীর কোলে ‘খুদে সেলিব্রিটি’ ইউভানের ছবি

View this post on Instagram

On this auspicious occasion of Maha Ashtami we are pleased to share our little one's name...‘KABIR’

A post shared by Koel Mallick (@yourkoel) on

আরও পড়ুন: মধুরেন সমাপয়েৎ, প্রেমিক রোহনপ্রীতের সঙ্গে বিয়ে সারলেন নেহা কক্কর, দেখুন ভিডিও

koel mallick
Advertisment