scorecardresearch

‘মা-ছেলে দুটোই ঠগবাজ’, ভয়ঙ্কর অভিযোগ! বনির মা পিয়ার বিরুদ্ধে আদালতে টলিউডের একাংশ

এবার আইনি জটিলতায় বনি সেনগুপ্তর মা পিয়া সেনগুপ্তও।

Bonny Sengupta, Bonny Sengupta mother, Piya Sengupta, SSC scam, Kuntal Ghosh, Koushani Mukherjee, SSC scam Bonny Sengupta, WB SSC scam ED, Bonny Koushani, Bonny Sengupta family, Bonny Sengupta news, ED Bonny Sengupta, Kuntal Ghosh Bonny Sengupta, tollywood news, TMC, বনি সেনগুপ্ত, পিয়া সেনগুপ্ত, বনি সেনগুপ্তর মা, কৌশানী মুখোপাধ্যায়, SSC দুর্নীতি, ইডি, বনি কৌশানী, কুন্তল ঘোষ, টলিউডের খবর
ED-কাণ্ডে 'ড্যামেজ কন্ট্রোল' বনি সেনগুপ্তর মা পিয়া

একেই ইডির দপ্তরে বনি সেনগুপ্তর হাঁক-ডাক। কটাক্ষ-সমালোচনার অন্ত নেই। বাংলার শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষের সঙ্গে আর্থিক লেনদেনের জেরে গত লক্ষ্মীবারেই সিজিও কমপ্লেক্সে ঘণ্টাখানেক কড়া জেরার মুখে পড়তে হয়েছিল বনি সেনগুপ্তকে। এবার দিন চারেকের মাথায় নতুন বিপত্তি সেনগুপ্ত পরিবারে। টলিউডের একাংশ এবার অভিনেতার মা পিয়া সেনগুপ্তর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছে।

টলিপাড়ার বেশ কজন পরিচালক, প্রযোজকের দাবি, কুন্তল ঘোষের সঙ্গে নাকি তলে তলে যোগাযোগ ছিল বনির মা পিয়া সেনগুপ্তরও। ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন ওরফে ইম্পা-র নির্বাচনে নাকি কুন্তল ঘোষ কারি কারি টাকা ঢেলেছিলেন পিয়াকে জেতানোর জন্য। এমন অভিযোগ করেই বনি সেনগুপ্তের মায়ের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁরা।

প্রসঙ্গত, এই ইম্পা-রই সভাপতি বনি সেনগুপ্তর (Bonny Sengupta) মা পিয়া সেনগুপ্ত। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে এই সংগঠনের নির্বাচন হয়েছিল। সেইসময়ে পিয়াকে জেতাতে নাকি কুন্তল ঘোষ নিজে তো উপস্থিত ছিলেনই, এমনকী অঢেল টাকাও ঢেলেছেন। বছর দেড়েক আগে অবশ্য সেইসময়ে শিক্ষা দুর্নীতিতে কুন্তল ঘোষের নামের ছিটেফোঁটাও জড়ায়নি। তবে জেলে তাঁকে জেরা করতেই উঠে এসেছে বহু চাঞ্চল্যকর তথ্য। যদিও টলিপাড়ার এই অভিযোগকারী পরিচালক-প্রযোজকদের কথা মানতে নারাজ পিয়া সেনগুপ্ত।

[আরও পড়ুন: হিরে-পোখরাজের নেকলেস, কাঁধ খোলা কালো গাউন, অস্কার সাজে আগুন ধরালেন ‘মস্তানি’ দীপিকা]

ইম্পা-র সভাপতি পিয়া সেনগুপ্তর কথায়, “গোটা বিষয়টাই হাস্যকর। আর গুজব ছাড়া কিচ্ছু নয়! প্রচণ্ড নিম্নরুচির পরিচয়। দিনে দিনে বিষয়টা খুব সস্তা করে ফেলছে। যে এই সংগঠনের সদস্যই নন কোনওদিন, সে কী করে টাকা ঢালবে আর কেনই বা টাকা বিনিয়োগ করবে সমস্ত মিথ্যে কথা রটানো হচ্ছে।” তবে বনি সেনগুপ্তর পর এবার তাঁর মা পিয়ার বিরুদ্ধে এমন অভিযোগ উঠতেই নেটপাড়ায় শোরগোল। নিন্দুক-সমালোচকদের মন্তব্য, “মা-ছেলে দুটোই ঠগবাজ!..” উল্লেখ্য, টলিপাড়ার সেনগুপ্ত পরিবার যে এখন বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, তা বলাই বাহুল্য।

যদিও এপ্রসঙ্গে সংবাদমাধ্যমের কাছে পাল্টা মুখ খুলেছে ইম্পা। সংগঠনের তরফে বলা হয়েছে, “সামনেই আসলে ইম্পার নির্বাচন। সেক্ষেত্রে পিয়াদির ভাবমূর্তি নষ্ট করতেই এসব কথা রটানো হচ্ছে। ২০২১ সালে মিলন ভৌমিক ইম্পা নির্বাচনে অস্বচ্ছতার অভিযোগ তুলে আদালতে মামলা দায়ের করেন। যিনি নিজে বছরের পর বছর ধরে প্রতিযোগিতা করেও জিততে পারেননি। আর ইম্পা যেভাবে স্বচ্ছতার সঙ্গে কাজ করে, সেটা অন্য কোথাও হয় না।”

উল্লেখ্য, ২০১৭ সালে কুন্তল ঘোষের টাকায় বহুমূল্য গাড়ি কেনার অভিযোগ ওঠে বনি সেনগুপ্তর বিরুদ্ধে। সেই লেনদেনের হিসেবের হদিশ পেয়েই ইডির তরফে তলব করা হয়েছিল তাঁকে। এবার আইনি জটিলতায় বনির মা পিয়া সেনগুপ্তও। নিয়োগ দুর্নীতি কাণ্ডে এইপ্রথম টলিপাড়ার কোনও অভিনেতাকে যেহেতু ইডি তলব করেছে, তা নিয়ে বেজায় চর্চা শুরু হয়েছে। মঙ্গলবার ফের ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা বনির। তবে নেটপাড়ার একাংশের মতে আবার, “গেরুয়া শিবির থেকে সরে যাওয়ার জন্যই অভিনেতার এই হাল..!”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Tollywood directors producers going to court against bonny senguptas mother piya sengupta