scorecardresearch

Oscars 2023: ভারতকে ‘অস্কার উপহার’ RRR রাজামৌলীর, পিঠ চাপড়ে ‘বিরাট নম্বর’ দিলেন মোদী

ভারতে ‘জোড়া অস্কার’, গর্বিত মোদী..।

oscar 2023 live updates, oscars 2023, RRR Oscars 2023, Naatu Naatu Oscars, Deepika Padukone, Deepika Padukone Oscars, SS Rajamouli, Ram Charan, Jr NTR, Elephant Whisperer, All That Breathes, best actor oscar, best film oscar, oscars 2023 full list of winners, oscars 95th academy awards, অস্কার, অস্কার ২০২৩, নাটু নাটু, এসএস রাজামৌলি, রামচরণ, জুনিয়র এনটিআর, ৯৫তম অ্যাকাডেমি পুরস্কার, নরেন্দ্র মোদী, এমএম কিরাবাণী, দক্ষিণী ইন্ডাস্ট্রি, বলিউডের খবর
৯৫তম অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চে সেরা অরিজিনাল সং-এর শিরোপা জিতে নিল 'নাটু নাটু', শুভেচ্ছা মোদীর

বিদেশের মাটিতে ভারতকে গর্বিত করেছে RRR। তেইশের শুরুটা হয়েছিল ‘গোল্ডেন গ্লোবস’ দিয়ে। আন্তর্জাতিক ময়দানে সাড়া ফেলে দিয়ে ভারতে প্রেস্টিজিয়াস পুরস্কার এনেছিল ‘নাটু নাটু’। তার রেশ কাটতে না কাটতেই এবার অস্কারের মঞ্চে বাজিমাত! ভারতের এমন জয়ে বলিউড বনাম দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির তরজা ভুলে গোটা দেশের বিনোদনমহল তো উচ্ছ্বসিত বটেই, এবার পরিচালক এসএস রাজামৌলীর পিঠ চাপড়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

৯৫তম অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চে সেরা অরিজিনাল সং-এর শিরোপা জিতে নিল ‘নাটু নাটু’। সেই খবর প্রকাশ্যে আসার পর থেকে বলিউড, টলিউড থেকে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারা বেজায় উচ্ছ্বসিত। এবার রাজমৌলির মার্কশিটে বিরাট নম্বর দিলেন প্রধানমন্ত্রী খোদ। ভারতকে অস্কার উপহার দেওয়ার খুশিতে গোটা RRR টিমকে শুভেচ্ছাও জানালেন মোদী। লিখলেন, দারুণ! ‘নাটু নাটু’র জনপ্রিয়তা গোটা বিশ্বে। আগামী কয়েক প্রজন্ম এই গানকে মনে রাখবে। অসংখ্য শুভেচ্ছা কিরাবাণী, রাজামৌলী-সহ গোটা টিমকে।

[আরও পড়ুন: Oscars 2023: অস্কার মঞ্চেও ‘নাটু নাটু’র জয়জয়কার, সেরার সেরা রাজামৌলীর ছবির গান]

প্রসঙ্গত, RRR-এর সঙ্গীত পরিচালনা করেছেন এমএম কিরাবাণী। আর পশ্চিমী দুনিয়াতেও যে ভারতীয় গান ঝড় তুলে দিয়েছে, সেই ‘নাটু নাটু’ গানের দুই গায়ক রাহুল সিপলগঞ্জ ও কলা ভৈরব। এদিন অস্কারের মঞ্চে তাঁকে সঙ্গে নিয়ে দু কলি গান গাইলেন কিরাবাণী। অস্কার জিতেই উচ্ছ্বসিত সঙ্গীত পরিচালকের মন্তব্য, “এ তো সবে শুরু.. যাতে পশ্চিমী দুনিয়া ভারতীয় সঙ্গীত কিংবা এশিয়ান মিউজিকের ওপর আরও নজর বাড়ায়। অনেক দিনের বাকি থাকা কাজ পূরণ হল।”

উল্লেখ্য, লেডি গাগা, রিহানাদের মতো তাবড় নামদেরও টেক্কা দিয়ে সেরা অরিজিনাল গানের পুরস্কার ছিনিয়ে নিয়েছে RRR-এর ‘নাটু নাটু’। RRR-এর অস্কার জয়ে শুভেচ্ছা জানিয়েছেন রাহুল গান্ধীও।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Oscar 2023 pm narendra modi congratulates team naatu naatu for oscar win