বিনোদন দুনিয়ায় আরও এক নক্ষত্রপতন ঘটল। প্রয়াত হলেন ভারতের প্রথম অস্কারজয়ী ভানু আথাইয়া। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। মৃত্য়ুকালে তাঁর বয়স হয়েছিল ৯১। সংবাদসংস্থা পিটিআই-কে মায়ের মৃত্য়ুর খবর জানিয়েছেন ভানু আথাইয়ার কন্য়া।
ভানু আথাইয়ার কন্য়া জানিয়েছেন, ''আজ সকালে তাঁর মৃত্য়ু হয়। ৮ বছর আগে তাঁর মস্তিষ্কে টিউমার ধরা পড়েছিল। গত ৩ বছর ধরে তিনি শয্য়াশায়ী ছিলেন''। দক্ষিণ মুম্বইয়ের চন্দনওয়াড়ি শ্মশানে তাঁর শেষকৃত্য় সম্পন্ন হয়েছে।
১৯৮২ সালে 'গান্ধী' ছবিতে পোশাকের দায়িত্বভার কাঁধে তুলে নজির গড়েন ভানু। ওই ছবির দৌলতেই সেরা কস্টিউম ডিজাইন বিভাগে প্রথম ভারতীয় হিসেবে অস্কার জেতেন তিনি।
আরও পড়ুন: ক্যান্সার হারিয়ে ফিরছি, সমর্থকদের সুখবর শোনালেন সঞ্জয় দত্ত
সিআইডি, প্য়ায়াসা, কাগজ কে ফুল, ওয়াক্ত, আরজু, আম্রপালি, সুরজ, অনিতা, মিলন, রাত অউর দিন, শিকার, গাইড, তিসরি মঞ্জিল, মেরা সায়া, ইন্তেকাম, অভিনেত্রী, জনি মেরা নাম, গীতা মেরা নাম, আবদুল্লা, কর্জ, এক দুজে কে লিয়ে, রাজিয়া সুলতান, নিকাহ, অগ্নীপথ (১৯৯০), আজুবা, ১৯৪২ অ্য়া লভস্টোরির মতো ছবিতে পোশাক ডিজাইনের কাজ করেছেন ভানু।
১৯২৯ সালের ২৮ এপ্রিল কোহলাপুরে জন্মগ্রহণ করেন তিনি। কখনই তিনি ফ্য়াশন স্কুলে ভর্তি হননি। তাঁর ডিজাইন পছন্দ করতেন বলিউডের কিংবদন্তী নায়িকা নার্গিস, একথা দ্য় ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন ভানু আথাইয়া।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন