মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) হাফপ্যান্ট পরার পরামর্শ দিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। যে মন্তব্য নিয়ে রাজ্য-রাজনীতির অন্দরে একেবারে শোরগোল পড়ে গিয়েছিল। আর সেই গেরুয়া শিবিরেরই তারকা সদস্য হয়ে কিনা, খোলামেলা পোশাকে সোশ্যাল মিডিয়ায় ছবি দিচ্ছেন! পায়েল সরকারকে এমন-ই নীতিবাক্যের পাঠ পড়াতে ব্যস্ত নেটজনতারা।
Advertisment
"দিলীপবাবু রগড়ে দেবেন।… দিলীপদা কিন্তু রেগে যাবেন।"… এহেন অজস্র কটুক্তিতে ছেয়ে গিয়েছে পায়েল সরকারের (Paayel Sarkar) সোশ্যাল মিডিয়া। গেরুয়া শিবিরের সদস্য অভিনেত্রীর প্রোফাইলে যেন আক্রমণবাণ নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন নেটজনতার একাংশ। ব্যাপারটা ঠিক কী?
নায়িকার সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলেই ধরা পড়বে সেই কারণ। আসলে খোলামেলা পোশাকে ধরা দিয়েছিলেন পায়েল। যা দেখে নেটিজনতার একাংশ কেউ বিদ্রুপ করেছেন, আবার কেউ বা নীতিপুলিশের ডেস্ক বসিয়ে অভিনেত্রীকে পরামর্শ দিয়েছেন, এহেন খোলামেলা পোশাকে দেখলে দিলীপবাবু রগড়ে দেবেন।
সম্প্রতি পায়েল সরকার তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ছবি পোস্ট করেছিলেন। যেখানে দেখা অভিনেত্রীকে সুইমিং পুলের পাশে বসে ক্যামেরায় পোজ দিতে দেখা গিয়েছে। পরনে নীল গাউন। উন্মুক্ত ঊরু। লাস্যময়ীর মুখে হাসি। আর সেই ছবি দেখেই রে-রে করে উঠলেন নেটিজেনদের একাংশ। অতঃপর নায়িকাকে ট্রোল করতেও ছাড়লেন না।
প্রসঙ্গত, একুশের বিধানসভা ভোটে (West Bengal Assembly Election 2021) বিজেপির (BJP) তারকা ব্রিগেডের অন্যতম পায়েল সরকার। মোদী মন্ত্রে দীক্ষিত হয়ে বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়েছিলেন। প্রচারের ময়দানে ঝড় তুললেও শেষমেশ তৃণমূলপ্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের কাছে পরাজিত হন তিনি। পরাজিত পদ্ম-প্রার্থীকে যদিও নির্বাচনী ফলের পর আর ময়দানে সেভাবে ছুটতে দেখা যায়নি। তবে সম্প্রতি পুরনো পেশা এবং নেশার টানে শ্যুটিং ফ্লোরে ফিরেছেন পায়েল সরকার। আর সেসব ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই কটাক্ষের সম্মুখীন হতে হল অভিনেত্রীকে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন