Advertisment
Presenting Partner
Desktop GIF

Padatik : আন্তর্জাতিক মঞ্চে 'পদাতিক'-র জয়, বিরাট প্রাপ্তি সৃজিতের

আরজি কর আবহে বড় পর্দায় মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি পদাতিক। বাংলা সিনেমার ইতিহাসে আরও একটি নতুন মাইলস্টোন গড়ল মৃণাল সেনে জীবনী অবলম্বনে তৈরি এই ছবি। 'পদাতিক' আনুষ্ঠানিকভাবে ৬১ তম এশিয়া প্যাসিফিক ফিল্ম ফেস্টিভ্যাল (APFF61) এর জন্য নির্বাচিত হয়েছে।

author-image
Kasturi Kundu
New Update
আন্তর্জাতিক মঞ্চে 'পদাতিক'-র জয়

আন্তর্জাতিক মঞ্চে 'পদাতিক'-র জয়

Padatik : মৃণাল সেন-এর জন্ম শতবর্ষে বড় পর্দায় পদাতিক দেখার অপেক্ষায় ছিল বাংলার সিনেপ্রেমী মানুষ। আরজি কর আবহেই সেলুলয়েডে মুক্তি পেয়েছে সৃজিতের পদাতিক। গত ১৪ মে মৃণাল সেন-এর জন্মদিনের দুপুরে প্রকাশ্যে আসে পদাতিকের প্রথম টিজার। আদ্যোপান্ত বাঙালিয়ানা সাজে, ধুতি-পাঞ্জাবী পরে অভিনেতা চঞ্চল চৌধুরীকে দেখে সকলে একেবারে বিস্মিত।  সিলভার স্ক্রিনে চঞ্চল চৌধুরীর এক্সপ্রেশন, চাহনিতে যেন জড়িয়ে ছিল একরাশ আবেগ। সৃষ্টির খিদে। কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জীবনের উপর নির্মিত সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'পদাতিক'  আনুষ্ঠানিকভাবে ৬১ তম এশিয়া প্যাসিফিক ফিল্ম ফেস্টিভ্যাল (APFF61) এর জন্য নির্বাচিত হয়েছে। আন্তর্জাতিক মঞ্চে পদাতিকের জয় বাংলা সিনে ইন্ডাস্ট্রির কাছে যা নিঃসন্দেহে বিরাট প্রাপ্তি। 

Advertisment

এশিয়া-প্যাসিফিকের ফেডারেশন অফ মোশন পিকচার প্রডিউসারস (FPA)দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানের শুরু ১৯৫৪ সাল থেকে। আগামি ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত মালয়েশিয়ার কুয়ালালামপুরে চলবে এই অনুষ্ঠান। প্রসঙ্গত, এর আগে 'পদাতিক' 'দ্য নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল'-এ সেরা চিত্রনাট্যের পুরস্কারে সম্মানিত হয়েছে । লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালেও ছবিটি প্রদর্শিত হয়েছে ৷ পদাতিকের চিত্রনাট্যে উঠে এসেছে মৃণাল সেনের সিনেমা তৈরির অনুপ্রেরণা থেকে সময়কাল সবটাই। 

সৃজিতের সৃষ্টি শুধুমাত্র ভারতীয় সিনেমায় মৃণাল সেনের অদম্য অবদান  এর  প্রতি শ্রদ্ধা নিবেদন করে না বরং বাংলা ছবি এবং সাংস্কৃতিক গঠনে গল্প বলার শক্তিকেও তুলে ধরে। বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ফিরদৌসুল হাসান এবং প্রবাল হালদার দ্বারা নির্মিত, পদাতিক ফ্রেন্ডস কমিউনিকেশনের জন্য পদাতিক  একটি উল্লেখযোগ্য মাইলফলক। ৬১ তম এশিয়া প্যাসিফিক ফিল্ম ফেস্টিভ্যালের জন্য পদাতিকের নির্বাচন প্রসঙ্গে ফিরদৌসুল হাসান বলেছেন, 'আমরা রোমাঞ্চিত যে পদাতিককে APFF61-এর জন্য নির্বাচিত করা হয়েছে'।

তিনি আরও বলেন, 'এই স্বীকৃতি মৃণাল সেনের কাজের গুরুত্ব এবং সারা বিশ্বের চলচ্চিত্র নির্মাতাদের উপর এর স্থায়ী প্রভাবকে তুলে ধরে৷ তাঁর গল্প বিশ্বব্যাপী দর্শকদের সাথে ভাগ করে নেওয়ার জন্য উন্মুখ৷ এশিয়া প্যাসিফিক ফিল্ম ফেস্টিভ্যাল (APFF) এই অঞ্চলের সেরা সিনেমা প্রদর্শনের জন্য বিখ্যাত, এবং এই বছরের ইভেন্ট, প্রবীণ মালয়েশিয়ান চলচ্চিত্র প্রযোজক সুহান পানশার নেতৃত্বে, বিভিন্ন কণ্ঠস্বর এবং গল্পের একটি প্রাণবন্ত উদযাপনের প্রতিশ্রুতি দেয়'।

আরও পড়ুন: 'তুমি তো নিশ্চয়ই...', অভিষেক-ঐশ্বর্যর ডিভোর্স গুঞ্জনের মাঝে আরাধ্যাকে নিয়ে কী বললেন নিমরিত?

Bengali Cinema Bengali Actor
Advertisment