Pahalgam Terror Attack 2025: 'নিরীহ 'হিন্দু' নাগরিক, নিরীহ নাগরিক না..', গুলির বদলে গুলি, পহেলগাঁও কাণ্ডে স্পষ্ট কথা সৃজিত-ইমনদের...

Pahalgam terror attack kashmir 2025: যে ঘটনা ঘটে গিয়েছে, এরপর সাধারণত মানুষের পক্ষে কাশ্মীর ঘুরতে যাওয়ার প্রতি এক ভয় কাজ করবেই। আর এই ঘটনায় টলিপাড়ার কিছু মানুষ সরব হয়েছেন। কী বলছেন তাঁরা?

Pahalgam terror attack kashmir 2025: যে ঘটনা ঘটে গিয়েছে, এরপর সাধারণত মানুষের পক্ষে কাশ্মীর ঘুরতে যাওয়ার প্রতি এক ভয় কাজ করবেই। আর এই ঘটনায় টলিপাড়ার কিছু মানুষ সরব হয়েছেন। কী বলছেন তাঁরা?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
   পহেলগাম সন্ত্রাসী হামলা, কাশ্মীর পর্যটক হত্যা, কাশ্মীর সন্ত্রাসবাদ ২০২৫, কাশ্মীর রেজিস্ট্যান্স ফ্রন্ট, কাশ্মীর পর্যটক হামলা, কাশ্মীর গণহত্যা, কাশ্মীর নিরাপত্তা হুমকি, কাশ্মীর পর্যটন বিপর্যয়, কাশ্মীর হামলা আন্তর্জাতিক প্রতিক্রিয়া, কাশ্মীর সন্ত্রাসী সংগঠন​, কাশ্মীরের হিন্দু-বিদ্বেষমূলক হামলা, কাশ্মীরের পর্যটন শিল্পে প্রভাব, Pahalgam terror attack 2025, Kashmir tourist massacre, The Resistance Front (TRF) attack, April 22 Kashmir attack, Civilian killings in Kashmir, Foreign tourists targeted in Kashmir, Hinduphobic violence in Kashmir, Kashmir tourism under threat

Pahalgam terror attack 2025: কী বলছেন টলিউড তারকারা...

 Pahalgam terror attack Kashmir 2025: গতকাল যে ঘৃন্য ঘটনা ঘটেছে কাশ্মীরের পহেলগাঁওতে, তারপর থেকেই নিন্দার ঝড়! একের পর এক দেশের গন্যমান্য ব্যক্তিবর্গ এই নিয়ে নানা মন্তব্য করছেন। রক্তে রাঙা কাশ্মীর। এই ভূস্বর্গ এর আগেও নানা ধরনের লড়াই কিংবা যুদ্ধ দেখেছে। কিন্তু, এহেন পরিস্থিতি যে কী সাংঘাতিক হৃদয় বিদারক, সেই সম্পর্কে আজ সারা দেশ কথা বলছে। বাংলার শিল্পীরাও পিছিয়ে নেই।

Advertisment

গতকাল এক ঘৃণ্য ঘটনার পর, আজ সেখানে নানা ধরনের নিরাপত্তা জারি করা হয়েছে। তৎপর হয়েছে ভারতীয় সেনা। কিন্তু, যে ঘটনা ঘটে গিয়েছে, এরপর সাধারণত মানুষের পক্ষে কাশ্মীর ঘুরতে যাওয়ার প্রতি এক ভয় কাজ করবেই। আর এই ঘটনায় টলিপাড়ার কিছু মানুষ সরব হয়েছেন। কী বলছেন তাঁরা?

War based Top 4 Pictures: শত্রুদের ঘরে ঢুকে খতম করে ভারতীয় সেনা, রক্ত গরম হবে এই ৪টি ছবি দেখলে...

ইমন চক্রবর্তী: গায়িকা যে এই ঘটনায় কতোটা ক্ষুব্ধ, সেকথা প্রকাশ পেয়েছে তাঁর সমাজ মাধ্যমের পাতায় নজর রাখলেই। ইমন এমনিতে ঠোঁটকাটা, কিন্তু গতকাল ঘটনার তিনি ভীষণ যন্ত্রণা পেয়েছেন, ভারতীয় সেনার কাছে কাতর আর্জি জানিয়েছেন তিনি। সমাজ মাধ্যমে তিনি লিখছেন, ভারতীয় সেনা আপনারা ঐ জঙ্গিদের একেবারেই ছেড়ে দেবেন না।

Advertisment

জয়জিৎ বন্দোপাধ্যায়: এই অভিনেতা নিজের সমাজ মাধ্যমে নানা ধরনের পোস্ট করেন। শুধু তাই নয়, যেকোনও বিষয়েই তাঁর সাংঘাতিক জ্ঞান রয়েছে। তিনি নিজের সমাজ মাধ্যমে লিখছেন, কোনও ধরনের অপরাধ, জাত পাত বর্ন, রং ধর্ম, রাজ্য থেকে শুরু করে যাই হোক না কেন, সেটা সেই দেশের আইন অনুযায়ী হওয়া উচিত। এবং কঠোর হাতে দমন করা এবং তাঁর শাস্তি হওয়া উচিত। আর নয়, এবার গুলির বদলা গুলি।

সৃজিত মুখোপাধ্যায়: পরিচালক অসুস্থ অবস্থাতেও গতকালের ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন। তিনি সমাজ মাধ্যমে মোক্ষম কথা বলে বসেছেন। পরিচালকের কথায়, "মিডিয়া রিপোর্টে কিছু টাইপিং ভুল এড়িয়ে চলা উচিত। নিরীহ হিন্দু নাগরিক, নিরীহ নাগরিক নয়। নৃশংস ইসলামী সন্ত্রাসবাদ, নৃশংস সন্ত্রাসবাদ নয়।"

সুদীপ্তা চক্রবর্তী: অভিনেত্রী সমাজ মাধ্যমে বারবার নানা বিষয়ে নানা কিছু পোষ্ট করেছেন। তাই এই ঘটনাও ব্যতিক্রম না। ফেসবুক পোস্টে নজর রাখলে দেখা যাবে তিনিও আতঙ্কিত গতকালের ঘটনার কারণে। তাই তো তিনি লিখছেন... "ভূস্বর্গ ভয়ঙ্কর! অসহায় লাগে।"

pahalgam terror attack Pahalgam Pak Occupied Kashmir tollywood news Iman Chakraborty Srijit Mukherji tollywood