সেন্সরকে বুড়ো আঙুল দেখিয়ে পাকিস্তানে রমরমিয়ে চলছিল 'পাঠান'। তবে সরকারের কানে খবর পৌঁছতেই বন্ধ হল শাহরুখ খানের ছবির প্রদর্শন।
ঝড় তুলেছে সারা বিশ্বে। ১২ দিনেই ৮৫০ কোটি ব্যবসা করে ফেলেছে 'পাঠান'। এযাবৎকাল সমস্ত হিন্দি সিনেমার রেকর্ড ভেঙে চুরমার করেছেন কিং খান। অতঃপর প্রতিবেশী দেশেও যে এই 'পাঠান' ঝড়ের আঁচ পড়তে চলেছে, তা আগেভাগেই আন্দাজ করা গিয়েছিল! কারণ, বাংলাদেশ থেকে শয়ে শয়ে লোক কলকাতায় পা রেখেছিল শুধুমাত্র 'পাঠান' দেখবে বলে। পাকিস্তানেও মুক্তি পায়নি শাহরুখের ছবি। তবে দর্শকদের উন্মাদনা আর ব্যবসায় লাভের কথা মাথায় রেখে পাকিস্তানেও বেআইনিভাবে এই সিনেমার প্রদর্শন চলছিল। তবে খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে পাক-সরকার।
<আরও পড়ুন: ‘৫৭ বছরেও হিরোর রোলে, এবার বাবার চরিত্র হোক..’, শুনেই ‘বাপ-বাপান্ত’ উদ্ধার করলেন শাহরুখ>
প্রেক্ষাগৃহে 'পাঠান'-এর বেআইনি প্রদর্শন বন্ধ করতেই কড়া পদক্ষেপ করল পাকিস্তান সরকার। অন্যান্য ভারতীয় সিনেমার মতোই স্বাভাবিকভাবেই 'পাঠান' রিলিজ করেনি পাকিস্তানে। তবে 'সিন্ধ বোর্ড অফ ফিল্ম সেন্সরস'-এর নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে একাধিক হলে চলছিল শাহরুখের ছবি। সব শো-ই হাউজফুল। তবে এবার তাতেই কোপ দিল পাক-সরকার।
সংবাদ সংস্থার তরফে জানা গিয়েছে, করাচির ডিফেন্স হাউজিং অথরিটিতে চলছিল 'পাঠান'। টিকিটের দাম রাখা হয়েছিল ৯০০ টাকা। এবার পাকিস্তান সেন্সর বোর্ডের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে, বোর্ডের ছাড়পত্র না পেলে ব্যক্তিগত পরিসরে কোনও ছবি দেখানো বেআইনি। নইলে ৩ বছরের কারাদণ্ড বা ১ লক্ষ টাকার জরিমানা। এমন নির্দেশ জারির পর পাকিস্তানে ফায়ারওয়ার্কস ইভেন্টস-এর তরফেও 'পাঠান'-এর প্রদর্শন বাতিল করা হয়েছে।