Advertisment
Presenting Partner
Desktop GIF

'৫৭ বছরেও হিরোর রোলে, এবার বাবার চরিত্র হোক..', শুনেই 'বাপ-বাপান্ত' উদ্ধার করলেন শাহরুখ

শুনেই ধমকালেন 'পাঠান'!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
SHAH RUKH KHAN, PATHAAN, ASKSRK, PATHAAN NEWS, PATHAAN SHAH RUKH KHAN, PATHAAN BOX OFFICE RECORD, PATHAAN 700 CRORE, PATHAAN YASH RAJ FILM, PATHAAN SHAH RUKH COMBACK, PATHAAN RECORDS, SRK PATHAAN, PATHAAN BOX OFFICE COLLECTION, PATHAAN HALL LIST, PATHAAN SHOW TIME, DEEPIKA PADUKONE, JOHN ABRAHAM, BOLLYWOOD NEWS ON PATHAAN , TOLLYWOOD NEWS ON PATHAAN, PATHAAN SUCCESS IN KOLKATA, PATHAAN SUCCESS IN MUMBAI, SRK, SRK UNIVERSE, SRK FAN WORLD, শাহরুখ খান, পাঠান, পাঠান বক্সঅফিস, পাঠান রেকর্ড, পাঠান রিভিউ, দীপিকা পাড়ুকোন, শাহরুখ দীপিকা, জন আব্রাহাম, পাঠান রেকর্ড, বলিউডের খবর

শাহরুখ খান

"এই বয়সেও এভাবেই হিরোর রোল করে যাবেন! নাকি এবার সিনেমায় হিরো-হিরোইনের বাবার চরিত্রে অভিনয় করার কথা ভাবছেন?..", এমন প্রশ্ন শুনেই একেবারে বাপ-বাপান্ত উদ্ধার করে ছেড়ে দিলেন শাহরুখ খান।

Advertisment

অতিমারী উত্তরপর্বে ডুবতে বসেছিল বলিউড। হিট সিনেমা তো দূরঅস্ত! ঘরের টাকা তুলতেই কালঘাম ছুটে গিয়েছিল পরিচালক-প্রযোজকদের। দক্ষিণী সিনেমাপ সুপারহিট বাজারে বলিউডকে একপ্রকার মাছি তাড়াতে হচ্ছিল। কোনও খান-কাপুররাই বাজার চাঙ্গা করতে পারেননি। তবে ৪ বছর বাদে পর্দায় প্রত্যাবর্তন করে ৫৭ বছরের মানুষটিই হিন্দি ইন্ডাস্ট্রির হাল ধরলেন। এই বয়সেও নবীন প্রজন্মের তারকাদের টেক্কা দিচ্ছেন শাহরুখ।

এই গ্ল্যামার, চার্মিং অ্যাটিটিউড.. পঞ্চাশ পেরিয়েও যেন চিরতরুণ কিং খান। হিরোর চরিত্রে শাহরুখকে দেখে আজও প্রেক্ষাগৃহ সিটি-হাততালির আওয়াজে ভরে ওঠে। আর বারতের সেই সুপারস্টারকেই কিনা সিনেমায় বাবা-কাকার চরিত্রে অভিনয়ের কথা ভাবতে বললেন জনৈক। শুনেই চটলেন কিং খান।

<আরও পড়ুন: ‘পাঠান’-এর বক্সঅফিস কালেকশন কত? পাল্টা শাহরুখের খোঁচা, ‘তোর অ্যাকাউন্ট কী বলছে?’>

শাহরুখের সরস উত্তর আর কথার মারপ্যাঁচের দক্ষতার সঙ্গে এযাবৎকাল সকলেই পরিচিত। তাই পাল্টা ওই অনুরাগীর প্রশ্নে তাঁর চাঁচাছোলা উত্তর, "তুমি বাবা হও। আমি হিরো-ই ঠিক আছি।" প্রসঙ্গত, পাঠান রিলিজের পর প্রথম AskSRK সেশন করেন শাহরুখ। সেখানেই এক টুইটারেত্তি কিং খানকে বাবা-কাকার চরিত্রে অভিনয়ের কথা ভাবতে বলেন। যা শুনে এমন প্রতিক্রিয়া দেন তিনি।

উল্লেখ্য, রিলিজের ৯ দিন বাদেও বক্সঅফিসে দৌঁড়চ্ছে 'পাঠান'। ইতিমধ্যেই গোটা বিশ্বে ৭০০ কোটি টাকার ওপর কামিয়ে ফেলেছে। ১০০০ কোটির ক্লাবে ঢোকা অপেক্ষা মাত্র।

PATHAAN BOX OFFICE RECORD deepika padukone Pathaan SRK Birthday bollywood Entertainment News
Advertisment