Actress Tragic Death: প্রায় ৯ মাস ধরে ফাঁকা ফ্ল্যাটে মৃত অভিনেত্রী, শেষ যা বলেছিলেন শুনলে গায়ে কাঁটা দেবে..

বেশ কিছু টিভি সিরিজ এবং ড্রামায় অভিনয় করেছিলেন তিনি। তবে, তাঁর বাবা মৃত্যুর খবরে জানিয়েছিলেন মেয়ের সঙ্গে অনেকবছর নাকি সম্পর্ক নেই। তাই তাঁর মরদেহ নিয়ে তাঁর কিছু করার নেই।

বেশ কিছু টিভি সিরিজ এবং ড্রামায় অভিনয় করেছিলেন তিনি। তবে, তাঁর বাবা মৃত্যুর খবরে জানিয়েছিলেন মেয়ের সঙ্গে অনেকবছর নাকি সম্পর্ক নেই। তাই তাঁর মরদেহ নিয়ে তাঁর কিছু করার নেই।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
pakistani actress last voice viral before her tragic death

মৃত্যুর আগে কী এমন বলেন তিনি?

শেষ কিছুদিন ধরেই জানা যাচ্ছে পাকিস্তানি অভিনেত্রীর মৃত্যুর খবর। এবং এও জানা যাচ্ছে, আজ নয় বরং প্রায় ৯ মাস আগেই তাঁর মৃত্যুর হয়েছে। সেই নিয়েই ভয়ঙ্কর রহস্য ঘনীভুত হয়েছে। ৯ মাস ধরে একটা মানুষ মৃত, এদিকে তাঁর পরিবারের কেউ খোঁজ নিল না? কেউ জানতে পারল না? তিনি বহুদিন আগে মারা গিয়েছেন এদিকে ফ্ল্যাটের আশেপাশে কেউ বুঝতে পারলেন না। জানা যাচ্ছিল, তাঁর বডিতে এতটাই পচন ধরেছিল যে ডিএনএ টেস্ট পর্যন্ত করা যাচ্ছিল না। 

Advertisment

বেশ কিছু টিভি সিরিজ এবং ড্রামায় অভিনয় করেছিলেন তিনি। তবে, তাঁর বাবা মৃত্যুর খবরে জানিয়েছিলেন মেয়ের সঙ্গে অনেকবছর নাকি সম্পর্ক নেই। তাই তাঁর মরদেহ নিয়ে তাঁর কিছু করার নেই। যদিও এরপর জানা যায় তাঁর দেহ ভাইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে এবং তিনিই শেষকৃত্য সম্পন্ন করেছেন। এখানেই শেষ না। অভিনেত্রী কী কারণে মারা গিয়েছেন সেই নিয়ে নানা আলোচনা শোনা যাচ্ছে। এছাড়াও, এক ব্যক্তি নাকি করাচি কোর্টে এও বলেছে হুমাইরাকে খুন করা হয়েছে।

Entertainment Death News: সজোরে আছড়ে পড়ল গাড়ি, স্টান্টম্যানের মৃত্যুতে শোকে আচ্ছন্ন সুপারস্টার

Advertisment

এমনকি সুত্রের মারফত খবর, বেশ কিছু পিটিশন দায়ের করা হয়েছে এই দাবিতেও যে অভিনেত্রীর পরিবারের সকলকেও জিজ্ঞাসাবাদে আনা হোক। তাঁদের তদন্ত করা হোক। বেশ কিছু প্রশ্ন উঠছে। এর মধ্যেই ভাইরাল তাঁর শেষ ভয়েস নোট। সেই রেকর্ড শুনে রীতিমতো ভারাক্রান্ত অনেকেই। কেন এমন  বলেছিলেন তিনি? শেষ কথোপকথন হয়েছিল এক বন্ধুর সঙ্গে। তাঁকেই নিজের জন্য মক্কায় প্রার্থনা করতে বলেছিলেন। সেই অডিও নোটে শোনা যাচ্ছে... 

"আমায় ক্ষমা কর। আমি একটু ট্রাভেল করছি। এদিক ওদিক ব্যস্ত থাকছি। আমি খুব খুশি তুমি মক্কায় গিয়েছ। আমার জন্য অনেক প্রার্থনা কর দয়া করে। আমি না তোমার ছোট মিষ্টি বোন। এবং কেরিয়ারের ক্ষেত্রে আমায় মনে রেখো। দোয়ায় মনে রেখো আমায়, এটা তোমায় করতেই হবে।" তাঁর সেই বন্ধুই প্রকাশ্যে এনেছেন এই ভিডিও। অভিনেত্রীর কণ্ঠস্বর শুনলেই বোঝা যাবে যে, কিছুটা হলেও তিনি মনের দিক থেকে ভেঙে পড়ছিলেন সেই সময়। এবং তাঁর ঘনিষ্ঠ অনেকেই পুলিশের কাছে আবেদন জানিয়েছেন যেন, তাঁর এই রহস্যমৃত্যুর তদন্ত হয়।  

Entertainment News Entertainment News Today pak actress